স্মিথ-ম্যাগার্ককে ছাড়াই বিশ্বকাপে অস্ট্রেলিয়া

স্মিথ-ম্যাগার্ককে ছাড়াই বিশ্বকাপে অস্ট্রেলিয়া

আগে থেকেই গুঞ্জন ছিল এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে হয়তো জায়গা পাবেন না স্টিভ স্মিথ। সেই গুঞ্জনকে সত্যি করেই দলের প্রজন্ম সেরা ব্যাটারকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তার সঙ্গে দলে জায়গা হয়নি আইপিএলে খুনে ব্যাটিং করে আলোচনায় থাকা উদীয়মান তারকা জেইক ফ্রেজার-ম্যাগার্কেরও।

বুধবার মিচেল মার্শকে অধিনায়ক করে এই দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। সাম্প্রতিক আইপিএলের পারফরম্যান্সকে বিচারে না এনে অভিজ্ঞদের ওপর ভরসা রেখে দল সাজিয়েছে তারা

এবারের আইপিএলে ব্যাট হাতে অবিশ্বাস্য পারফর্ম করে আলোচনায় আসেন ফ্রেজার-ম্যাগার্ক। এখন পর্যন্ত ৬ ইনিংসে ব্যাট করে ফিফটির দেখা পেয়েছন তিনবার, যার মধ্যে দুটিই হাঁকিয়েছেন ১৫ বলে।। ২৩৩ স্ট্রাইক-রেট রান করেছেন ২৫৯।

অন্যদিকে গত এক যুগে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের দল থেকে স্মিথ বাদ পড়লেও তা খুব একটা চমক হয়ে আসেনি। সাম্প্রতিক সময়ে টি-টুয়েন্টিতে খুব একটা ছন্দে নেই ডানহাতি এই ব্যাটার। সবশেষ নিউ জিল্যান্ড সফরে সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হন তিনি। ওপেনিংয়ে সুযোগ পেয়ে দুই ইনিংসে করেন ১১ রান। এছাড়াও সবশেষ ১৮ ইনিংসে এই তারকা ব্যাটারের ফিফটি মাত্র একটি। সেটিও গত নভেম্বরে দ্বিতীয় সারির ভারতীয় দলের বিপক্ষে।

দল ঘোষণা নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, “কয়েকজন খেলোয়াড়, যারা প্রাথমিক দলে সুযোগ পায়নি, তাদের ওপর নজর রাখা হবে। মনে রাখবেন, যদি আমরা দলে পরিবর্তন আনতে চাই, আইসিসির নিয়ম মেনে আমাদের সেটা করার সুযোগ আছে।

অ্যাডাম জ্যাম্পার সঙ্গী হিসেবে স্পিনের দায়িত্ব সামলাবেন অ্যাস্টন অ্যাগার। চতুর্থ পেসার হিসেবে মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড প্যাট কামিন্সের সঙ্গে সুযোগ পেয়েছেন নাথান এলিস। স্বাভাবিকভাবেই দলের টপ-অর্ডারের দায়িত্ব সামলাবেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ট্র্যাভিস হেড। মিডল-অর্ডারে থাকছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড।

দলের বিভিন্ন ক্ষেত্রে কাজে আসতে পারবেন – এই বিবেচনায় স্মিথ ও ফ্রেজার-ম্যাগার্ককে টপকে মূল দলে জায়গা করে নিয়েছেন অল-রাউন্ডার ক্যামেরন গ্রিন ও উইকেটরক্ষক জশ ইংলিস।

অস্ট্রেলিয়া বিশ্বকাপ দল:

মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ হ্যাজলউড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।

মন্তব্য করুন: