ভারতকে বিশ্বকাপের সেমি-ফাইনালে দেখছেন না ভন

ভারতকে বিশ্বকাপের সেমি-ফাইনালে দেখছেন না ভন

এক মাস পরেই ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে বিশ্ব টি-টুয়েন্টির শ্রেষ্ঠত্বের আসর। এবারের বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই নিজেদের দল ঘোষণা শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দেশগুলো। তবে সবগুলো দেশ দল ঘোষণা না করলেও এরই মধ্যে এবারের চার সেমি-ফাইনালিস্ট বেছে নিয়েছেন মাইকেল ভন, যেখানে জায়গা হয়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের।

আগামী জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে সবার আগে দল ঘোষণা করে নিউ জিল্যান্ড। এরপর একে একে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পাশপাশি সাবেক দুই শিরোপাধারী ভারত অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান নিজেদের দল দিয়েছে।

এই দেশগুলোর বিশ্বকাপ দল ঘোষণায় বেশ বড় চমক দেখায় ভারত। গত বছর অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা হার্দিক পান্ডিয়াকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। এই অল-রাউন্ডার ভারতের হয়ে সবশেষ টি-টুয়েন্টি খেলেন গত বছর আগস্টে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

গত বছর খেলা ১১ টি-টুয়েন্টিতে পান্ডিয়ার পারফরম্যান্সও ছিল তেমন আহামরি ছিল না। ব্যাট হাতে ১০ ইনিংসে ১১০ দশমিক ৫৮ স্ট্রাইক-রেটে ১৮৮ রান করেন। নেই কোনো ফিফটি। বল হতে ২৩ দশমিক ১৮ গড়ে নেন ১১ উইকেট।

তবে এবারের আইপিএলে একেবারে যাচ্ছে তাই পারফরম্যান্স করে চলেছেন পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব পাওয়া এই অল-রাউন্ডার দলের হয়ে ব্যাট-বল হাতে তেমন কোনো অবদানই রাখতে পারছেন না। ফলে বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়া নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।

অন্যদিকে ক্রিকেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ভন। বিশেষ করে ক্রিকেটে ভারতকে খোঁচানোর সুযোগ পেলে একদমই ছাড় দেন না। তাই হয়তো এবারের বিশ্বকাপে ভারতের দল দেখে তাদেরকে শিরোপা জয়ের দৌড়েই দেখছেন না তিনি।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এবারের বিশ্বকাপের শিরোপা লড়াইয়ের জন্য তিন বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দক্ষিণ আফ্রিকাকে বেছে নেন এই সাবেক ইংলিশ অধিনায়ক।

মন্তব্য করুন: