ভারতের বিশ্বকাপ দলের পেসারদের নিয়ে মদন লালের অসন্তোষ

ভারতের বিশ্বকাপ দলের পেসারদের নিয়ে মদন লালের অসন্তোষ

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ঘোষণা করা ভারত দল নিয়ে শুরু হয়েছে সমালোচকদের কাঁটাছেড়া। ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার মদন লাল মনে করছেন, এই দলের সবচেয়ে দুর্বল দিক হচ্ছে পেস আক্রমণ। জসপ্রিত বুমরাহ ছাড়া আর কোনো পেসারকেই তার মনে ধরেনি। বিশেষ করে অন্য দুই পেসার আর্শদীপ সিং ও মোহাম্মদ সিরাজের অন্তর্ভুক্তি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

ভারতের বিশ্বকাপ দলে জসপ্রিত বুমরাহর সঙ্গে পেস আক্রমণে আছেন আর্শদীপ সিং ও মোহাম্মদ সিরাজ। এছাড়া পেস অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া আছেন, যার ফর্ম খুবই বাজে। পুরো ফিট না হওয়ায় তিনি নিয়মিত বোলিং করেন না। রিজার্ভ দলে আছেন দুই পেসার—খলিল আহমেদ ও আবেশ খান। এই পেস আক্রমণকে ভারতের বিশ্বকাপ দলের দুর্বলতা বলে মনে করছেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতের সাবেক পেস অল-রাউন্ডার।

টাইমস অব ইন্ডিয়াকে ৭৩ বছর বয়সী মদন লাল বলেছেন, “যশপ্রীত বুমরাহ বাদে পেস আক্রমণ আমার পছন্দ হয়নি। এটা তেমন ভালো হয়নি। সিরাজ (বিভিন্ন জায়গায়) ভালোই করেছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সে অধারাবাহিক। আমার মনে হয়, ভারতের পেস বিভাগে দুর্বলতা আছে। শুধু টি-টুয়েন্টি ক্রিকেটে নয়, আপনার এমন একজন ভালো পেসার প্রয়োজন যে উইকেট শিকার করে ম্যাচ জেতাতে পারে। বুমরাহ এই কাজটা ভালোই পারে। এখন দেখতে হবে, সিরাজ কেমন পারফর্ম করে। তা না হলে ভারতকে বুমরার ওপর অনেক বেশি নির্ভর করতে হবে। সমস্যা হলো, ভারতের আরেকজন পেসার নেওয়া উচিত ছিল।”

১৯৮৩ বিশ্বকাপ ফাইনালে ক্লাইভ লয়েডের সেই মহাপরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ রানে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন মদন লাল। সেই উদাহরণ টেনে তিনি আরও বলেন, “আপনি যদি ইতিহাস দেখেন, ভারত তখনই ভালো করেছে যখন তাদের পেস আক্রমণ ভালো ছিল। আর্শদীপ কিংবা সিরাজের ব্যাপারে আমি ঠিক নিশ্চিত নই। পান্ডিয়াও তেমন কার্যকর নয়। ম্যানেজমেন্ট তাকে নিয়ে আসলে বাজি ধরেছে। পেস লাইনআপে দুর্বলতা আছে। বুমরাহ বাদে আমাদের সিরাজ ও আর্শদীপে নজর রাখতে হবে। তবে বোলিং বিভাগের দিকে তাকালে আমি খুব একটা আত্মবিশ্বাস পাচ্ছি না।”

মন্তব্য করুন: