ভারত দলে হার্দিকের কোনো বিকল্প নেই: প্রধান নির্বাচক
৩ মে ২০২৪
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের দলে হার্দিক পান্ডিয়ার জায়গা পাওয়া নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে। শুধু তাই নয়, পাঁচ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা এই অল-রাউন্ডারকে করা হয়েছে দলের সহ-অধিনায়কও। তবে দেশটির প্রধান নির্বাচক অজিত দাবি করেছেন, ভারতে এমন কেউ নেই যে কিনা দলে হার্দিকের অভাব পূরণ করতে পারবে।
গত বছর অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে গোঁড়ালির চোটে পড়েন হার্দিক। এরপর থেকেই ক্রিকেটের বাইরে ছিলেন এই অল-রাউন্ডার। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়ে আইপিএল দিয়ে লম্বা সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন তিনি। তবে ব্যাট-বল হাতে দলের হয়ে এখন পর্যন্ত তেমন কোনো ভূমিকায় রাখতে পারেননি। উল্টো তার বাজে নেতৃত্বের কারণে মুম্বাইয়ের পারফরম্যান্স নিয়ে বেশ সমালোচনা হয়েছে।
বৃহস্পতিবার ভারতের বিশ্বকাপ দল নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক রোহিত শর্মা ও আগারকার। হার্দিক সবসময় সহ-অধিনায়কের পরিকল্পনায় ছিল জানিয়ে প্রধান নির্বাচক বলেন, “সহ-অধিনায়কের বিষয়ে কোনো আলোচনাই হয়নি। আপনারা চান সবাই যেন ভালো ফর্মে থাকে। ভালো দিকটা হলো সে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সব ম্যাচ খেলেছে। আমাদের হাতে এখনও মাস খানেকের মতো সময় আছে।”
বিশ্বকাপের জন্য নিজের সেরা ছন্দে ফিরতে হার্দিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান আগারকার।
“আমরা সবাই জানি সে ফর্মের ফেরা জন্য সবকিছুই করছে। আমার মনে হয় না সে যা করতে পারে তার বিকল্প কিছু আছে। সে দলে ভারসাম্য দেয়, যা রোহিতকে বিভিন্নভাবে দল সাজাতে সাহায্য করে। সৌভাগ্যবশত এবারের আইপিএলে সে ভালো করছে।”
ভারতের হয়ে হার্দিক সবশেষ টি-টুয়েন্টি খেলেন গত বছর আগস্টে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এছাড়াও গত বছর খেলা ১১ টি-টুয়েন্টিতে তার পারফরম্যান্সও ছিল তেমন আহামরি ছিল না। ব্যাট হাতে ১০ ইনিংসে ১১০ দশমিক ৫৮ স্ট্রাইক-রেটে ১৮৮ রান করেন। নেই কোনো ফিফটি। বল হতে ২৩ দশমিক ১৮ গড়ে নেন ১১ উইকেট।
মন্তব্য করুন: