বিধ্বংসী শতক হাঁকিয়ে সাকিবের ৫ বছরের অপেক্ষার অবসান

বিধ্বংসী শতক হাঁকিয়ে সাকিবের ৫ বছরের অপেক্ষার অবসান

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের ম্যাচে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছিলেন সাকিব আল হাসান। সেই ম্যাচের পর ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফরম্যাটেই আর তিন অঙ্কের ছোঁয়া পাননি দেশসেরা অল-রাউন্ডার। এবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকিয়ে সেই আক্ষেপ মেটালেন সাকিব।

শুক্রবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের সুপার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭৩ বলে শতক হাঁকিয়ে পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটান সাকিব। শেষ পর্যন্ত বাঁহাতি এই ব্যাটারের ইনিংস থামে ৭৯ বলে ৯ চার ও ৭ ছক্কায় ১০৭ রানে।

এবারের লিগে শেখ জামালের হয়ে এদিন নিজের পঞ্চম ম্যাচ খেলতে নামেন সাকিব। এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আবাহনীর বিপক্ষে ৪৯ রানের ইনিংস খেলেন তিনি। 

এদিন গাজী গ্রুপের বিপক্ষে ব্যাট হাতে শুরুটা বেশ ধীরে সুস্থেই করেন সাকিব। ২৯ বলে ২১ রান করার পর মাসুম খানের বলে ছক্কা হাঁকিয়ে হাত খুলে মারতে শুরু করেন এই বাঁহাতি ব্যাটার। সেখান থেকে ৪৩তম বলে পৌঁছান পঞ্চাশের ঘরে। সেখান থেকে আরও আগ্রাসী হয়ে ওঠে তার ব্যাট। পরের পঞ্চাশ রান তুলতে খেলেন মাত্র ৩০ বল। শেষ পর্যন্ত আব্দুল গাফফারকে উড়িয়ে মারতে গিয়ে ১০৭ রানে থামে সাকিবের ইনিংস। আর শেখ জামালের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ২৭৮ রানে। 

২০১৯ সালের ১৭ জুন টনটনে ৯৯ বলে অপরাজিত ১২৪ রান করার পর মাঝের পাঁচ বছরে ১৯৯ ইনিংসে ৩৩ বার পঞ্চাশ করলেও শতরানের দেখা পাননি সাকিব। 

অন্যদিকে, শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সাকিবের মতোই ঝড়ো শতক হাঁকান মোসাদ্দেক হোসেন। মোহামেডানের বিপক্ষে ১০১ বলে ১০ ছয় ও ৮ চারে ১৩৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন আবাহনী অধিনায়ক। তার সেঞ্চুরির ওপর ভর করে মোহামেডানকে ৩০৪ রানের লক্ষ্য দিয়েছে ইতোমধ্যেই শিরোপা নিশ্চিত করা আবাহনী।

একই দিন বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে ছক্কার ঝড় তোলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক জাকির হাসান। ১৫৮ রানের ইনিংসে বাঁহাতি এই ব্যাটার ১২টি ছক্কা হাঁকান।

মন্তব্য করুন: