প্রথমবার এমএলএসের মাসের সেরা মেসি
৩ মে ২০২৪
যুক্তরাষ্ট্রের ফুটবলে নাম লেখানোর পর প্রথমবারের মতো মেজর সকার লিগের (এমএলএস) মাসের সেরা পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। গত এপ্রিল মাসজুড়ে মেসির দল ইন্টার মায়ামি প্রতিপক্ষকে মোট ১২টি গোল দিয়েছে। এর দশটিতেই অবদান রেখেছেন মেসি। ৬টি গোল নিজে করার পাশাপাশি ৪টিতে করেছেন অ্যাসিস্ট। এই সময়ে মায়ামি তিনটি ম্যাচ জিতেছে আর একটি ড্র করেছে।
পিএসজি থেকে একরাশ দুঃখ নিয়ে গত বছর ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। এবারের এমএলএসে শুরু থেকেই তিনি দারুণ খেলছিলেন। কিন্তু মাঝে চোটের কারণে কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। চোট কাটিয়ে ফিরেই আবার পরিচিত ছন্দে আর্জেন্টাইন তারকা। এই নিয়ে টানা দুই মাস এই পুরস্কার পেলেন মিয়ামির কোনো ফুটবলার। আগের মাসেই এমএলএসের মাসের সেরা হয়েছিলেন লুইস সুয়ারেস।
চলতি আসরে মোট ৯ গোল নিয়ে এমএলএসের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের দৌড়ে এই মুহূর্তে মেসিই এগিয়ে আছেন। এই তালিকায় তার পরে আছেন রিয়েল সল্ট লেকের ক্রিস্তিয়ান আরাঙ্গো ও ডিসি ইউনাইটেডের ক্রিস্টিয়ান বেনটেকে। দুজনেরই গোল ৮টি করে। ৭টি করে গোল আছে মেসির সতীর্থ উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেস ও নিউইয়র্ক রেড বুলসের স্কটিশ ফুটবলার লুইস মরগানের।
মন্তব্য করুন: