আপাতত বাড়ছে না সাকিব-শান্তদের ম্যাচ ফি

আপাতত বাড়ছে না সাকিব-শান্তদের ম্যাচ ফি

গত কয়েক মাস ধরে তিন ফরম্যাটে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানো নিয়ে আলোচনা চলছিল। ধারণা করা হচ্ছিল চলতি বছরেই হয়তো বাস্তবায়ন করা হবে। তবে আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটাদের ম্যাচ ফির পরিবর্তে পারফরম্যান্স বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দেশের শীর্ষস্থানীয় এক সংবাদ মাধ্যমকে এমনটাই জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস।

বর্তমানে প্রতি টেস্ট ম্যাচে লাখ, ওয়ানডেতে লাখ এবং টি-টুয়েন্টিতে লাখ টাকা করে ম্যাচ ফি পায় জাতীয় দলের ক্রিকেটাররা। ম্যাচ ফির পরিমাণ বাড়াতে গত ফেব্রুয়ারিতে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় ক্রিকেট অপারেশন্স কমিটি থেকে প্রস্তাব দেওয়া হয়। সেখানে টেস্টের জন্য ম্যাচ ফি লাখ, ওয়ানডের জন্য লাখ এবং টি-টুয়েন্টির জন্য লাখ ৫০ হাজার টাকা করার কথা বলা হয়।

সে সময় শোনা যায়, বোর্ড সভাতেই বিসিবির দুই পরিচালক এই প্রস্তাবে আপত্তি জানান। তবে তারা ম্যাচ ফি না বাড়িয়ে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পারফরম্যান্স বোনাস বাড়ানোর প্রস্তাব দেন।

এই বিষয়ে জালাল ইউনুস সেই সংবাদ মাধ্যমকে বলেন, “আপাতত পারফরম্যান্স বোনাস দেওয়া হবে। ম্যাচ ফিটা নিয়ে আলোচনা হচ্ছে। একেবারেই যে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তা নয়। এখনো সেটা বিবেচনায় আছে।

সবশেষ ২০২০ সালে জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়। এর আগে টেস্টে লাখ ৫০ হাজার, ওয়ানডেতে লাখ এবং টি-টুয়েন্টির ম্যাচ ফি ছিল লাখ ২৫ হাজার টাকা।

মন্তব্য করুন: