ধোনির উপহার আর পরামর্শ পেয়ে আপ্লুত মুস্তাফিজ

ধোনির উপহার আর পরামর্শ পেয়ে আপ্লুত মুস্তাফিজ

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ সময় কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান। পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে প্রথমবারের মতো মাঠে নেমে বাঁহাতি এই পেসার বল হাতে নিজের ঝলক দেখিয়েছেন। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকায় আসর শেষ হওয়ার আগেই তাকে দেশে ফিরতে হয়েছে। বিদায় বেলায় চেন্নাইয়ের সবচেয়ে বড় তারকা মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে মুস্তাফিজ পেয়েছেন দারুণ এক উপহার।

চেন্নাইয়ের হয়ে এবারের মৌসুমে ম্যাচে ১৪ উইকেট নিয়ে আসর শেষ করেন মুস্তাফিজ। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন তিন নম্বরে। উইকেটের হিসেবে বাঁহাতি এই পেসারের এটি যৌথভাবে দ্বিতীয় সেরা মৌসুম।

মুস্তাফিজের বিদায় নিয়ে আগেই নিজেদের হতাশার কথা জানান চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি হেড কোচ স্টিফেন ফ্লেমিং। তবে তারা দলের হয়ে কাটার মাস্টারের পারফরম্যান্সে সন্তুষ্টির কথাও বলেন। আর বিদায় বেলায় মুস্তাফিজকে নিজের অটোগ্রাফ করা জার্সি উপহার দেন ধোনি।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চেন্নাইয়ের সাবেক অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক স্ট্যাটাসে মুস্তাফিজ বলেন, “সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো একজন কিংবদন্তির সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করাটা অসাধারণ এক অনুভূতি ছিল। সব সময় আমার প্রতি ভরসা রাখায় ধন্যবাদ। আপনার মূল্যবান পরামর্শগুলোর জন্য আমি কৃতজ্ঞ। এগুলো আমি সারাজীবন মনে রাখব।

সবশেষে ধোনির সঙ্গে আবারও একসঙ্গে খেলার আশা জানিয়ে বাঁহাতি এই পেসার লেখেন, “দ্রুতই আপনার সঙ্গে আবার দেখা করা এবং খেলার প্রত্যাশায় রইলাম।

আগামী মৌসুমে মুস্তাফিজের এই আশা পূরণ হবে কি না তা হয়তো সময়ই বলে দেবে। পরের বছর আইপিএলের মেগা অকশন অনুষ্ঠিত হবে। ফলে সর্বোচ্চ চারজন খেলোয়াড়কে দলে রেখে বাকিদের নিলামের জন্য ছেড়ে দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

মন্তব্য করুন: