বিশ্বকাপে রোহিতের বদলে কোহলিকে ওপেনিংয়ে চান জাদেজা
৩ মে ২০২৪
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ওপেনিংয়ে দেখতে চান না দেশটির সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। তার মতে, বিরাট কোহলিকে ওপেনিংয়ে এনে রোহিতকে তিন নম্বরে খেলানো উচিত। কিন্তু এই ফরম্যাটে কোহলির যেমন ওপেনিংয়ের অভিজ্ঞতা কম, রোহিতও তেমনই তিন নম্বরে বেশি ম্যাচ খেলেননি।
জিওসিনেমার সঙ্গে আলাপকালে জাদেজা বলেন, “আমার মতে, বিরাট কোহলি ওপেন করুক। পরে কে খেলবে? রোহিত শার্মা তিনে ব্যাট করবে। তাহলে সে একটু সুবিধা পাবে এবং ম্যাচের অবস্থা বুঝতে পারবে। অধিনায়ক হিসেবে তার মাথায় অনেক কিছু কাজ করে। দলে যদি কোহলি থাকে, তার কাছ থেকে ধারাবাহিক পারফরম্যান্স পাবেন। তাই তাকে ভালোভাবে ব্যবহার করা যেতে পারে। (আইপিএলে) ওপেনিংয়ে সে দারুণ করছে। যত বেশি সময় সে ক্রিজে থাকে, ততই ভালো খেলতে থাকে। তাই তার ওপেন করা উচিত।”
চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেনিংয়ে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। তার স্ট্রাইক রেট নিয়ে কিছু চর্চা থাকলেও এখন পর্যন্ত ১০ ম্যাচে এক সেঞ্চুরি আর ৪ ফিফটিতে দ্বিতীয় সর্বোচ্চ ৫০০ রান করে ফেলেছেন। স্ট্রাইক রেট ১৪৭.৪৯ ও ব্যাটিং গড় ৭১.৪৩। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার রোহিত শর্মা ১০ ম্যাচে এক সেঞ্চুরিতে ৩১৫ রান করেছেন।
ভারতের হয়ে টি-টুয়েন্টিতে তিন নম্বরে সবচেয়ে বেশি ৮০ ম্যাচে ব্যাটিং করেছেন কোহলি। ওপেনিংয়ে নেমেছেন এখন পর্যন্ত কেবল ৯ ম্যাচে, যার সবশেষটি ২০২২ সালে। রোহিতের চিত্রটা ঠিক উল্টো। দেশের হয়ে টি-টুয়েন্টিতে ১১৬ ম্যাচে ওপেন করেছেন ভারত অধিনায়ক রোহিত। আর তিনে খেলেছেন মাত্র ৩টি ম্যাচে। বিশ্বকাপের মতো আসরে তার ওপেন না করার কোনো কারণ নেই।
মন্তব্য করুন: