৮ উইকেটে বিশাল জয়: অভিষেকেই নায়ক তানজিদ
৩ মে ২০২৪
টি-টুয়েন্টি অভিষেকেই ম্যাচ জয়ের নায়ক বনে গেলেন তানজিদ হাসান তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে তার অপরাজিত ফিফটিতে হেসেখেলে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। অপরাজিত ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে জয়ে দারুন অবদান তাওহীদ হৃদয়ের। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
জিম্বাবুয়ের দেওয়া মামুলি টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই লিটন দাসকে (১) বোল্ড করে দেন মুজারাবানি। তানজিদের সঙ্গী হয়ে অধিনায়ক নাজমুর হোসেন শান্ত ধীরগতির ব্যাটিং করছিলেন। লুকি জঙ্গুইয়ের বলে ক্যাচ দিয়ে তার ২৪ বলে ২১ রানের ইনিংস থামে। এরপরই শুরু হয় তানজিদ আর হৃদয়ের তাণ্ডব। ৩৬ বলে অভিষেক ফিফটি তুলে নেন তানজিদ।
তৃতীয় উইকেটে দুজনে মিলে গড়েন ৩৬ বলে অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটি। এই জুটিতেই মাত্র ১৫.২ ওভারে হেসেখেলে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। তানজিদ ৪৭ বলে ৮ চার ২ ছক্কায় ৬৭* আর হৃদয় ১৮ বলে ৫ চার ১ ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন। তানজিদ অসাধারণ ইনিংস খেললেও ম্যাচসেরার পুরস্কার উঠেছে ১৪ রানে ৩ উইকেট নেওয়া তাসকিন আহমেদের হাতেই।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১২৪ রানে অল-আউট হয় জিম্বাবুয়ে। শরীফুল ইসলামের করা প্রথম ওভারে আসে ৮ রান। পরের ওভারেই ক্রেইগ আরভিনকে (০) ক্লিন বোল্ড করে দেন শেখ মাহেদি। পরের ওভারে শরীফুল ইসলামকে তিন বাউন্ডারি মেরে ভিন্ন কিছুর ইঙ্গিত দেন ব্রায়ান বেনেট। কিন্তু না, পঞ্চম ওভারেই ঘুরে যায় ম্যাচের ভাগ। টানা তিন বলে তিন উইকেট পায় বাংলাদেশ। পঞ্চম ওভারের শেষ বলে জয়লর্ড গাম্বিকে (১৭) ফেরান তাসকিন।
পরের ওভারের প্রথম বলে রান-আউট হয়ে যান ১৬ রান করা বেনে। দ্বিতীয় বলে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজাকে (০) লিটনের তালুবন্দি করেন শেখ মাহেদি। সপ্তম ওভারের প্রথম দুই বলে শন উইলিয়ামস (০) আর রায়ান বার্লকে (০) ফেরনা তাসকিন। এখানেই শেষ নয়, ৮ম ওভারের চতুর্থ বলে সাইফউদ্দিনের দ্বিতীয় শিকার হন লুকি জঙ্গুই (২)। মিড অনে চমৎকার ক্যাচ নেন তাওহীদ হৃদয়। ৪১ রানে নেই ৭ উইকেট। এরপর প্রতিরোধ গড়েন ওয়েলিংটন মাসাকাদজা আর ক্লাইভ মাদান্দে।
অবশ্য মাসাকাদজার ক্যাচ ফেলে জুটি গড়ায় ‘অবদান’ রাখেন মাহমুদউল্লাহও। এই জুটিতেই ১৮ ওভারে জিম্বাবুয়ের স্কোর তিন অংকে পৌঁছায়। ৬৫ বলে ৭৫ রানের ৮ম উইকেট জুটি ভাঙেন তাসকিন। তার ভয়ংকর এক ইয়র্কারে স্টাম্প উপড়ে যায় ৩৯ বলে ৪৩ রান করা মাদান্দের। সাইফউদ্দিনের করা ইনিংসের শেষ বলে ক্যাচ দিয়েও নো বলের কল্যাণে বেঁচে গিয়েছিলেন মাসাদকাদজা (৩৪)। কিন্তু বৈধ বলে তিনি ফের রান-আউট হয়ে যান! জিম্বাবুয়ে ২০ ওভারে অল-আউট হয় ১২৪ রানে। পেসার তাসকিন আহমেদ ১৪ রানে নেন ৩ উইকেট, সাইফউদ্দিন নেন ১৫ রানে ৩টি আর স্পিনার শেখ মাহেদি ১৬ রানে ২ উইকেট নেন।
মন্তব্য করুন: