অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় সহজ করেছে আইপিএল: ডেভিড ওয়ার্নার
৭ মে ২০২৪
বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি ক্রিকেট লিগের আয়োজক দেশ হয়েও মাত্র একটি টি-টুয়েন্টি বিশ্বকাপ জিততে পেরেছে ভারত। কিন্তু আইপিএল খেলে অন্য দেশগুলো ফায়দা তুলছে। এই তো গত নভেম্বরেই ভারতের মাটি থেকে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নিয়ে গেল অস্ট্রেলিয়া। এতদিন পর বিশ্বকাপজয়ী দলের ওপেনার ডেভিড ওয়ার্নার জানালেন, তাদের ৬ষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জয়ে আইপিএলের বড় অবদান আছে।
গত ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ৬ষ্ঠ শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। ওয়ার্নার সেই ফাইনালে ৩ বলে মাত্র ৭ রান করেছিলেন। তবে ট্রাভিস হেডের ১৩৭ রানের বিস্ফোরক ইনিংসে ভর করে সহজেই জিতে যায় অস্ট্রেলিয়া। পুরো টুর্নামেন্টে একটাও ম্যাচ না হারা ভারত ফাইনালে প্রথম হারের স্বাদ পায়।
ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলের এক আলাপচারিতায় ওয়ার্নার বলেন, “এটি (আইপিএল) আমাদের সাহায্য করেছে। আমরা এই উইকেটগুলোতেই আইপিএলের ম্যাচ খেলেছি। তাই জানতাম, ভারতের পিচ কেমন। এখানকার আবহাওয়া, কন্ডিশন, পিচ সবই আমাদের পরিচিত। লাল মাটি হলে পিচের আচরণ কেমন হবে, কালো মাটি হলে কেমন হবে- আমরা সবই জানতাম। এগুলোই আমাদের সাহায্য করেছে।”
ওয়ার্নার আরও জানান, আহমেদাবাদে ফাইনাল হওয়ায় তারা কিছুটা সুবিধাও পেয়েছিলেন, “টুর্নামেন্টে আমাদের হারানোর কিছুই ছিল না। আসলে ২০০৯ সাল থেকে আমরা ভারতের মাঠগুলো ভাল করে চিনতে শুরু করেছি। আহমেদাবাদ এমন একটা মাঠ, যেখানকার বাউন্ডারি সীমানা অস্ট্রেলিয়ার মতোই। মেলবোর্ন স্টেডিয়ামকে মাথায় রেখে আমরা পরিকল্পনা সাজাই। বোলিংয়ের সময় ভারতকে আমরা দূরের বাউন্ডারিতে মারতে বাধ্য করছিলাম। বোলাররা বুক সমান উচ্চতায় বল করেছে। ব্যাটিংয়ের সময় মেলবোর্নকে মাথায় রেখেই গ্যাপ খুঁজে স্ট্রোক খেলছিলাম। এ কারণেই ডাবলস নেওয়া সহজ হয়ে গিয়েছিল।”
নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পেরেই বিশ্বকাপ জিততে পেরেছে অস্ট্রেলিয়া। তাই ওয়ার্নারের কাছে এটা নিছক কোনো ঘটনা নয়, "আমাদের দলটা অভিজ্ঞ। আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবেই খেলতে পেরেছি। কারণ, আমরা উইকেটটা সঠিকভাবে বুঝতে পেরেছিলাম।"
মন্তব্য করুন: