আগে ব্যাটিংয়ে নেমে নাজমুলদের দৌড় ১৬৫
৭ মে ২০২৪
প্রথম দুই ম্যাচে টস জিতেও ব্যাটিং করেনি বাংলাদেশ। সংবাদ সম্মেলনে শোনা গেছে গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার হাস্যকর অজুহাত। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টুয়েন্টিতে আগে ব্যাট করতে বাধ্য হলেন নাজমুলরা। কিন্তু জিম্বাবুয়ের সাদামাটা বোলিংয়ের বিপক্ষেও স্বাগতিকরা ৫ উইকেটে ১৬৫ রানের বেশি তুলতে পারেনি। সেইসঙ্গে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে টপ অর্ডারের ব্যাটিং।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। দলীয় ২২ রানে লিটন দাস দৃষ্টিকটুভাবে আউট হয়ে যান। ১৫ বলে ১২ রান করে ব্লেসিং মুজারাবানিকে স্কুপ করতে গিয়ে বোল্ড হয়ে যান। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও (৬) যেন লিটনের পথ ধরেন। সিকান্দার রাজার ভেতরে ঢোকা বল তার পায়ের ফাঁক গলে স্টাম্পে আঘাত হানে। পাওয়ারপ্লেতে ওঠে ৪২ রান। আরেক ওপেনার তানজিদ তামিম আজও বড় স্কোর করতে পারেননি। ২২ বলে ১ চার ১ ছক্কায় ২১ রান করে তিনি ফারাজ আকরামের বলে ক্যাচ তুলে দেন।
৯ম ওভারে ৬০ রানে ৩ উইকেট হারানোর পর দারুণ জুটি গড়েন দুই তরুণ জাকের আলী আর তাওহীদ হৃদয়। এই জুটিতেই দলীয় স্কোরের ভিত রচিত হয়। সিরিজে ধারাবাহিকভাবে ভালো খেলা হৃদয় আজও খেলেন ৩৮ বলে ৩ চার ২ ছক্কায় ৫৭ রানের ঝড়ো ইনিংস। এটা তার টি-টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি। মুজারাবানির বলে হৃদয় বোল্ড হলে ভাঙে ৫৮ বলে ৮৭ রানের চতুর্থ উইকেট জুটি। জাকের ৩৪ বলে ৩ চার ২ ছক্কায় ৪৪ রান করে সেই মুজারাবানির বলেই বোল্ড হয়ে যান।
ইনিংসের শেষ ওভারে তিন চারে ১৬ রান তোলেন মাহমুদউল্লাহ (৯*) আর রিশাদ হোসেন (৬*)। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৬৫ রান। মাত্র ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন মুজারাবানি। একটি করে নিয়েছেন আকরাম এবং রাজা।
মন্তব্য করুন: