টিকে গেলেন লিটন, ফিরলেন সাকিব-সৌম্য-মুস্তাফিজ
৮ মে ২০২৪
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচের দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমান। প্রথম তিন ম্যাচে বাজে ব্যাটিং করেও টিকে গেছেন ওপেনার লিটন কুমার দাস। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে তিনি আরও দুই ম্যাচে সুযোগ পাচ্ছেন নিজেকে ফিরে পাওয়ার। অন্যদিকে কোনো ম্যাচ না খেলেই স্কোয়াড থেকে ছিটকে গেছেন আফিফ হোসেন ও পারভেজ হোসেন।
বাংলাদেশের প্রথম তিন ম্যাচের দল থেকে আরও একটি পরিবর্তন আছে। গত মঙ্গলবার তৃতীয় টি-টুয়েন্টিতে একাদশের বাইরে থাকা পেসার শরিফুল ইসলামকে বাকি দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। চট্টগ্রামে প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। পরের দুই ম্যাচ আগামী শুক্রবার ও রোববার মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে।
শেষ দুই ম্যাচে বাংলাদেশ টি-টুয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হোসেন, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, সৌম্য সরকার, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন।
মন্তব্য করুন: