বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে মানরোর অবসর

বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে মানরোর অবসর

নিউ জিল্যান্ডের টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কলিন মানরো। বাঁহাতি এই ব্যাটার দেশের হয়ে একটি টেস্ট, ৫৭ ওয়ানডে ও ৬৫টি টিটুয়েন্টি খেলেছেন।

২০২০ সালের পর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন মানরো। তবে আগামী ১ জুন হতে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রাখেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত দলে আর জায়গা পাননি তিনি।

মিডল-অর্ডার ব্যাটার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরের দিকে হয়ে ওপেনার ওঠেন মানরো। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য সুপরিচিত ছিলেন তিনি। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টিতে বাঁহাতি এই ব্যাটার ৪৭ বলে সেঞ্চুরি হাঁকান। সেই সময়ে এটি ছিল এই ফরম্যাটে নিউ জিল্যান্ডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এছাড়াও এই ফরম্যাটে কিউইদের হয়ে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির মালিকও তিনি।

এর দুই বছর আগে ২০১৬ সালে অকল্যান্ডে শ্রীলঙ্কার বিপক্ষে টিটুয়েন্টিতে ১৪ বলে ফিফটি করেন, যা কিউই ক্রিকেটারদের মধ্যে দ্রুততম এবং আন্তর্জাতিক ক্রিকেটে যৌথভাবে চতুর্থ দ্রুততম।

শুক্রবার এক বিবৃতিতে অবসর সিদ্ধান্তের পেছনে টিটুয়েন্টি বিশ্বকাপের কথা স্পষ্টভাবে উল্লেখ করে মানরো বলেন, “যদিও জাতীয় দলের হয়ে অনেক দিন খেলা হয়নি, কিন্তু ফ্র্যাঞ্চাইজি টিটুয়েন্টির ফর্ম দিয়ে জাতীয় দলে ফেরার আশা আমি কখনোই ছাড়িনি। টিটুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হওয়ায় এই অধ্যায়টা এখনই আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়ার সঠিক সময়।”

নিউ জিল্যান্ডের ২০১৪ ও ২০১৬ টিটুয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন মানরো। বাঁহাতি এই ব্যাটার ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে রানার্স-আপ হওয়া কিউই দলেও ছিলেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি

মন্তব্য করুন: