দ্রাবিড়ের মেয়াদ ফুরিয়ে আসছে, নতুন কোচের সন্ধানে ভারত

দ্রাবিড়ের মেয়াদ ফুরিয়ে আসছে, নতুন কোচের সন্ধানে ভারত

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারত দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন রাহুল দ্রাবিড়। গতবারের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার তাই কোচের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন কোচের সন্ধানে নামছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নতুন কোচের জন্য বিশ্বকাপ শুরুর আগেই বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।   

গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর ভারতের কোচের মেয়াদ শেষ হয়েছিল দ্রাবিড়ের। সেবার নতুন কোচের সন্ধানে কিংবদন্তি এই ব্যাটারের চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই। কিন্তু ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে নতুন কোচ না পাওয়ায় শেষ পর্যন্ত দ্রাবিড়ের সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়ায় দেশটি। সেই মেয়াদ শেষ হবে আগামী জুনে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপের পরই।

নতুন কোচের বিষয়ে বৃহস্পতিবার বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয় শাহ বলেন, “আগামী কয়েকদিনের মধ্যে আমরা নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দেব। জুনে রাহুল দ্রাবিড়ের বর্তমান মেয়াদ শেষ হবে। তিনি চাইলে আবারও কোচের পদে আবেদন করতে পারবেন।

এছাড়াও নতুন কোচের দায়িত্ব ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত থাকবে বলে নিশ্চিত করেন বিসিসিআই সচিব। দলের বাকি কোচিং সদস্য নতুন প্রধান কোচের সঙ্গে আলোচনার পর নিয়োগ দেওয়া হবেও বলে জানান তিনি। তবে ভিন্ন ফরম্যাটের জন্য আলাদা কোচ নিয়োগের কোনো পরিকল্পনা তাদের নেই।

আমরা লম্বা সময়ের জন্য একজন কোচ খুঁজছি, যার দায়িত্ব হবে তিন বছরের। ভারতীয় ক্রিকেটে ভিন্ন ফরম্যাটের জন্য আলাদা আলাদা কোনো কোচের পরিকল্পনা নেই। কেননা, আমাদের অনেক খেলোয়াড়ই আছে যারা সব ফরম্যাটেই খেলে। দিন শেষে এটা উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত। তারা যেই সিদ্ধান্ত নেবে আমাকে তাই বাস্তবায়ন করতে হবে।

মন্তব্য করুন: