আইপিএল প্রিভিউ : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
৩১ মার্চ ২০২৩
আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অবস্থা অনেকটা বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকার মতো। প্রতিবার দারুণ দল কিন্তু ট্রফি জিততে পারে না। ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলিরা কখনও আইপিএল জেতাতে পারেনি বেঙ্গালুরুকে। তিন-তিনবারের রানার্সআপ কি অবশেষে সেই কাঙ্খিত ট্রফি জিততে পারবে? তাঁদের দল কী বার্তা দিচ্ছে? চলুন জেনে নেয়া যাক।
মোট খেলোয়াড়
২৫ জন
বিদেশী
৮ জন
স্কোয়াড
ওপেনার: ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলি, ফিন অ্যালেন।
মিডল অর্ডার: রজত পাতিদার, সুযশ প্রভুদেসাই।
উইকেটকিপার: দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত।
অলরাউন্ডার: গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, মহিপাল লোমর, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাইকেল ব্রেসওয়েল, মনোজ ভান্দগে, সোনু যাদব।
স্পিনার: কর্ন শর্মা, হিমাংশু শর্মা।
ফাস্ট বোলার: হার্শাল প্যাটেল, ডেভিড উইলি, মোহাম্মদ সিরাজ, জশ হ্যাজেলউড, সিদ্ধার্থ কৌল, আকাশ দীপ, রিস টপলি, রাজন কুমার, আভিনাশ সিং।
সবচেয়ে দামি খেলোয়াড়
বিরাট কোহলি: ১৫ কোটি রুপি
কোচিং স্টাফ
ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস: মাইক হেসন
হেড কোচ: সঞ্জয় বাঙ্গার
বোলিং কোচ: অ্যাডাম গ্রিফিথ
ব্যাটিং ও স্পিন বোলিং কোচ: শ্রীধরন শ্রীরাম
সম্ভাব্য প্রথম একাদশ
ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলি, আনুজ রাওয়াত, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমর, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, রিস টপলি।
শক্তি
বিরাট কোহলির ফর্মে ফেরা বড় শক্তি বেঙ্গালুরুর। বিশেষত ভারতের জার্সিতে সেঞ্চুরিখরা কাটানোয় বড় এক বোঝা নেমে গেছে ঘাড় থেকে।
গ্লেন ম্যাক্সওয়েলও ইনজুরি কাটিয়ে ফিরছেন। পুরোপুরি ফিট হয়ে খেলতে পারলে টি-টোয়েন্টিতে তাঁর মতো ইমপ্যাক্ট ক্রিকেটার খুব বেশি নেই।
ফর্মে আছেন মোহাম্মদ সিরাজ। এই পেসারের উপরও বড় ভরসা দলটির।
দুর্বলতা
রয়্যাল চ্যালেঞ্জার্সদের অনেকখানি দুর্বল করে দিচ্ছে ইনজুরি। উইল জ্যাকস ছিটকে গেছেন। ম্যাক্সওয়েল-হ্যাজেলউডের ফিটনেস নিয়ে সংশয়। গত আসরে এলিমিনেটরে সেঞ্চুরি করা রজত পাতিদার এবারের আইপিএলের প্রথম অংশ মিস করছেন নিশ্চিতভাবে।
ফর্মহীন ক্রিকেটারও আছেন বেশ কয়েকজন। অধিনায়ক ডু প্লেসিস, পেসার হার্শাল প্যাটেল, ফিনিশার দীনেশ কার্তিকের ফর্মের সামনে প্রশ্নবোধক চিহ্ন। এটিও বেঙ্গালুরুর বড় দুর্বলতা।
স্টার প্লেয়ার
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্টার প্লেয়ার আর কে? বিরাট কোহলি। তার উপর ফর্মে ফিরেছেন তিনি। হাজার দিনের বেশির সেঞ্চুরিখরা কাটিয়েছেন সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সেঞ্চুরি করে। ২০১৯ সালের পর টেস্ট সেঞ্চুরি পেয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে আহমেদাবাদ টেস্টে।
কোহলিকে সেরা ছন্দে পাওয়া গেলে বেঙ্গালুরু টুর্নামেন্টে অনেক দূর যাবে।
নতুন তারকা
বেঙ্গালুরুর নতুন তারকা হতে পারেন আভিনাশ সিং। ২৪ বছরের এই ফাস্ট বোলারের জন্য নিলামে ছোট্ট এক খন্ডযুদ্ধ হয়ে গেছে বেঙ্গালুরু-কলকাতার। শেষে ৬০ লাখ রুপিতে কিনেছে বেঙ্গালুরু। জন্মু ও কাশ্মীর রাজ্যের তিনি; যেখান থেকে এসে আইপিএলে গতির ঝড় তুলেছেন উমরান মালিক। আভিনাশেরও ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করার সামর্থ্য আছে বলে মনে করছে বেঙ্গালুরু ম্যানেজম্যান্ট। গত বছর পর্যন্তও টেনিস বলে ক্রিকেট খেলেছেন। বাবা অটো ড্রাইভার। ভারতীয় সেনাবাহিনীতে ঢোকার পরীক্ষায় ব্যর্থ হয়ে জীবিকার সন্ধানে কানাডা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরপরই আভিনাশের জীবনে এই নাটকীয় পরিবর্তন। আইপিএলে গতির ঝড় তুলে জীবনটাই কি বদলে দিতে পারবেন তিনি?
প্রেডিকশন
তাহলে অবশেষে কি এবার আইপিএল জিতবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? ইনজুরি তাঁদের কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে। তারপরও সবচেয়ে বড় ভরসা কোহলি। কিং কোহলি যদি রাজার মতো খেলতে পারেন, যদি ম্যাক্সওয়েলও খেলতে পারেন নিজের মতো, তাহলে সম্ভব অনেক কিছুই। শিরোপাও? কেন নয়?
মন্তব্য করুন: