চোটে পড়েছেন তাসকিন
১২ মে ২০২৪
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টুয়েন্টির আগে চোটে পড়েছেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারকে ছাড়াই সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ।
রোববার সকালে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময় তাসকিন সাইড স্ট্রেইনের চোটে পড়েন বলে জানান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তবে তার চোট কতটা গুরুতর সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
গত বছরের ওয়ানডে বিশ্বকাপ থেকেই কাঁধের চোটে ভুগছিলেন তাসকিন। ভারতে অনুষ্ঠিত সেই আসরে বেশ কয়েকটি ম্যাচে চোট নিয়েই খেলেন তিনি। বিশ্বকাপ শেষে প্রায় আড়াই মাসের মতো ছিলেন বিশ্রামে। ছিলেন না ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে এবং নিউ জিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে।
এরপর গত জানুয়ারিতে বিপিএল দিয়ে আবারও ক্রিকেটে ফেরেন ডানহাতি এই পেসার। তখন থেকেই নিয়মিত খেলার মধ্যে আছেন তিনি। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের পর ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজে প্রথম ৪ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন।
মন্তব্য করুন: