মাহমুদউল্লাহ-জাকেরের ব্যাটে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
১২ মে ২০২৪
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টুয়েন্টিতেও দেখা মিলল বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার। তবে শুরুর ধাক্কা সামলে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটির পর শেষ দিকে জাকের আলীর ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৫৭ রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা।
রোববার সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আবারও স্বাগতিকদরে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। কিন্তু এদিন ব্যাটিং ব্যর্থতার ভিন্ন রূপ দেখে বাংলাদেশ। গত ম্যাচে শতরানের উদ্বোধনী জুটি গড়া ওপেনাররা এদিন ফেরেন ৯ রানের মধ্যেই। গত ম্যাচে ফিফটি হাঁকানো তানজিদ হাসান তামিম (২) ফেরেন দ্বিতীয় ওভারে। ৭ রান করে পরের ওভারে ফেরেন আরেক ওপেনার সৌম্য সরকারও।
পুরো সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা তাওহীদ হৃদয়ও ফেরেন ১ রানে। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ১৫ রানে ৩ উইকেট হারানো দলকে টেনে তোলেন মাহমুদউল্লাহ। পঞ্চম ওভারে ক্রিজে এসেই ৩টি বাউন্ডারি হাঁকান অভিজ্ঞ এই ব্যাটার। চতুর্থ উইকেটে অধিনায়কের সঙ্গে গড়েন ৪৫ বলে ৬৯ রানের জুটি।
সিরিজ জুড়ে ব্যাট হাতে ব্যর্থ শান্ত রানে ফেরার আভাস দিয়ে এদিন ২৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৬ রান করে সাজঘরে ফেরেন। এরপর ৩৬ বলে ক্যারিয়ারের অষ্টম ফিফটি পূর্ণ করেন মাহমুদউল্লাহ। পঞ্চম উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে যোগ করেন ৩৯ রান। সাকিব করেন ১৭ বলে ২১ রান। মাহমুদউল্লাহ আউট হন ৪৪ বলে ৬ চার ও এক ছক্কায় ৫৪ রান করে।
শেষ দিকে জাকেরের ১১ বলে ২ ছক্কা ও ১ চারে ২৪ রানের ঝড়ো ইনিংসে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
মন্তব্য করুন: