এই পাকিস্তান কীভাবে বিশ্বকাপ জিতবে- ভাবতেই পারছেন না রমিজ
১২ মে ২০২৪
বিশ্বকাপের আগমুহূর্তে আয়ারল্যান্ডের কাছে সিরিজের প্রথম টি-টুয়েন্টি হেরে যাওয়ায় পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে বইছে সমালোচনার ঝড়। সাবেক ক্রিকেটাররা একে একে মুখ খুলছেন। দেশটির সাবেক অধিনায়ক তথা সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা তো বেজায় চটেছেন উত্তরসূরিদের ওপর। এই পারফর্ম্যান্স দিয়ে তারা কীভাবে টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে, সেটা তিনি বুঝতে পারছেন না।
নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেছেন, “আয়ারল্যান্ডের বিপক্ষে হারের কোনো অজুহাত দিতে পারেন না। তাদের শরীরী ভাষা দুর্বল মনে হয়েছে। এমন কম্বিনেশন তৈরি করেছেন যে, সেটাই দলে প্রভাব ফেলেছে। এই পাকিস্তান দল কীভাবে বিশ্বকাপ জিতবে? আপনি দলের সামর্থ্য জানেন। তারপরও তাদের থেকেই ভারত, অস্ট্রেলিয়ার মতো পারফরম্যান্স চান কিংবা ট্রাভিস হেডের মতো খেলোয়াড় তৈরি করতে চান।”
ডাবলিনে গত শুক্রবার আগে ব্যাট করে ১৮২ রান তুলেছিল পাকিস্তান। কিন্তু এক বল আর ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড। রোববার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শেষে ইংল্যান্ডের বিপক্ষেও টি-টুয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এরপর আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু করবে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।
মন্তব্য করুন: