জয়ে উগান্ডা অধিনায়ককে ছাড়িয়ে গেলেন বাবর

জয়ে উগান্ডা অধিনায়ককে ছাড়িয়ে গেলেন বাবর

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে হেরে কিছুটা চাপেই ছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে আবারও হারের শঙ্কায় পড়েছিল তারা। কিন্তু তৃতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের ৭৮ বলে ১৪০ রানের জুটিতে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাবর আজমের দল। আর এই জয়ে উগান্ডার অধিনায়ককে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন পাকিস্তান অধিনায়ক।

রোববার ডাবলিনে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে পাকিস্তানের এই জয়টি ছিল বাবরের অধীনে ৪৫তম, যা যে কোনো অধিনায়কের জন্য সর্বোচ্চ। এতদিন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবার সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি ৪৪ ম্যাচ জয়ের রেকর্ড ছিল পাকিস্তান অধিনায়কের।

তবে অধিনায়ক হিসেবে রেকর্ড গড়ার দিনে ব্যাট হাতে বাজে এক দিন কাটান বাবর। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল খেলে কোনো রান না করেই ডানহাতি এই ব্যাটার সাজঘরে ফেরেন। অধিনায়ক হিসেবে তার প্রথম জয়ের ম্যাচেও কোনো না করেই আউট হয়েছিলেন বাবর। ২০২০ সালের জানুয়ারিতে লাহোরে বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে ২ বল খেলে শরীফুল ইসলামের বলে আউট হন তিনি। অধিনায়ক হিসেবে সেটি ছিল বাবরের চতুর্থ ম্যাচ।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি জয় পাওয়া অধিনায়কদের তালিকার সেরা দশে বাবর ও মাসাবা ছাড়াও এখনও জাতীয় দলের দায়িত্বে আছেন আরও চারজন। তারা হলেন – ভারতের রোহিত শর্মা (৪১ জয়), মালয়েশিয়ার আহমেদ ফায়াজ (৩৯ জয়), নামিবিয়ার গেরহার্ড এরাসমাস (৩৮ জয়) ও নিউ জিল্যান্ডের কেইন উইলিয়ামসন (৩৭ জয়)।

গত বছর ওয়ানডে বিশ্বকাপ শেষে পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দিয়েছিলেন বাবর। এরপর টি-টুয়েন্টির দায়িত্ব পান শাহিন শাহ আফ্রিদি। কিন্তু গত মার্চে বাবরকে আবারও দেশটির সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক করা হয়। দ্বিতীয় দফা দায়িত্ব পাওয়ার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি অধিনায়ক বাবরের দ্বিতীয়। এর আগে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের সঙ্গে ৫ ম্যাচ সিরিজটি ২-২ ব্যবধানে ড্র হয়।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ওয়ানডে জয়ের রেকর্ডটি রিকি পন্টিংয়ের। কিংবদন্তি এই ব্যাটারের অধীনে ১৬৫টি ওয়ানডে জেতে অস্ট্রেলিয়া। তালিকায় দুইয়ে থাকা ভারতের মহেন্দ্র সিং ধোনির জয়ের সংখ্যা ১১০টি।

টেস্টে ৪৮টি জয় নিয়ে সবচেয়ে বেশি জয়ের তালিকার দুইয়ে আছেন পন্টিং। এই তালিকায় সবার ওপরে থাকা গ্রায়েম স্মিথের অধীনে দক্ষিণ আফ্রিকা জেতে ৫৩টি টেস্ট।

মন্তব্য করুন: