‘আইপিএল থেকে ৪০০ কোটি রুপি আয় করেন, তবুও ক্ষোভ কেনো?’
১৩ মে ২০২৪
কয়েকদিন আগে লক্ষ্ণৌ সুপার জায়েন্টেসের ম্যাচ শেষে মাঠে এসে দলের অধিনায়ক লোকেশ রাহুলের ওপর প্রকাশ্যেই ক্ষোভ ঝেড়েছিলেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক সঞ্জীব গোয়েঙ্কা। জনসম্মুখে দলের একজন খেলোয়াড়কে এভাবে ধমকানোর ঘটনার তীব্র সমালোচনা করেছেন বীরেন্দ্র শেবাগ। আইপিএল থেকে ৪০০ কোটি রুপি আয় করার পরেও লক্ষ্ণৌ কর্ণধারের এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক এই ওপেনার।
গত বুধবার নিজেদের সবশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১০ উইকেটে হারে লক্ষ্ণৌ। তাদের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য মাত্র ৯ ওভার ৪ বলেই টপকে যায় প্যাট কামিন্সের দল। হায়দরাবাদে হওয়া সেই ম্যাচে স্টেডিয়ামে বসে খেলা দেখেন লক্ষ্ণৌর মালিক সঞ্জীব।
ম্যাচ শেষে বাউন্ডারি লাইনের পাশে দলের অধিনায়ক রাহুলের সঙ্গে রাগান্বিত হয়ে বেশ উঁচু স্বরে কথা বলতে দেখা যায় লক্ষ্ণৌর মালিককে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। প্রকাশ্যে এত মানুষ ও ক্যামেরার সামনে এমন ঘটনাকে লজ্জাজনক হিসেবে আখ্যা দেন ভারতের পেসার মোহাম্মদ শামি।
এই ঘটনা নিয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে নিজের অভিমত প্রকাশ করেন শেবাগ। কোনো দল হারলেও মালিকপক্ষের আর্থিকভাবে কোনো ক্ষতি হবে না জানিয়ে সাবেক এই মারকুটে ওপেনার বলেন, “এই সব ব্যবসায়ীরা বোঝে শুধু লাভ-ক্ষতি। কিন্তু এখানে তো তাঁর কোনো ক্ষতিও হয়নি। তাহলে কী নিয়ে এত ক্ষুব্ধ? আপনি ৪০০ কোটি রুপি আয় করেন। এটা এমন ব্যবসা, যেখানে আপনার নিজের কিছুই করার নেই। এখানে কাজ করার জন্য অন্যরা আছে। যা-ই ঘটুক না কেন, আপনি তো লাভ করছেন।”
“আপনার কাজ খেলোয়াড়দের উদ্দীপিত করা। যে ঘটনাটা ঘটেছে, এই খেলোয়াড় চলে যেতে চাইলে তো নেওয়ার জন্য আরও ফ্র্যাঞ্চাইজি আছে। আর আপনি যদি একজন খেলোয়াড়কে হারিয়ে ফেলেন, আপনার জেতার সুযোগ তো শূন্য।”
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ভারতের আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান। জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এরকম আচরণকে মোটেও স্বাভাবিকভাবে নিতে পারেননি সাধারণ সমর্থকরা। মাঠে সবার সামনে রাহুলের সঙ্গে এভাবে কথা বলার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। সাধারণ দর্শক ছাড়া ধারাভাষ্যকারাও বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেনি। এই ঘটনার পর লক্ষ্ণৌর একটি সূত্র বার্তা সংস্থা পিটিআইকে জানায়, রাহুলকে সামনের মৌসুমে নাও রাখতে পারে তারা।
এবারের আইপিএলে এখনও প্লে-অফে খেলার সম্ভাবনা আছে লক্ষ্ণৌর। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ৬ নম্বরে আছে রাহুলের দল
মন্তব্য করুন: