ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিলেন সিকান্দার রাজা

ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিলেন সিকান্দার রাজা

সিরিজের পঞ্চম টি-টুয়েন্টি জিতে বাংলাদেশে সফর শেষ করেছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা এড়াতে ম্যাচে ব্যাট হাতে বেশ বড় ভূমিকা রেখেছিলেন অধিনায়ক সিকান্দার রাজা। আর বিদায় বেলায় বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন এই অল-রাউন্ডার। 

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানি বংশোদ্ভুত রাজার সম্পর্ক বেশ পুরনোই বলা চলে। দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দল কিংবা ডিপিএল অথবা বিপিএল খেলতে অনেকবারই বাংলাদেশে এসেছেন এই অল-রাউন্ডার। তবে জাতীয় দলের হয়ে এটিই বাংলাদেশে তার শেষ সিরিজ হতে পারে – এই কথা বিবেচনায় এবারের সফরে পুরো পরিবার নিয়ে আসেন তিনি।

বাংলাদেশের প্রতি আলাদা ভালোবাসা থেকে সোমবার নিজের ফেইসবুক পেইজে ক্রিকেট বোর্ড ও পুরো দেশবাসীকে ধন্যবাদ জানান রাজা। টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য নাজমুল হোসেন শান্তর দলকে শুভকামনা জানাতেও ভোলেননি তিনি।

“আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। বিশ্বকাপে বাংলাদেশের জন্য শুভকামনা রইল।”

“আমার দল, আমার পরিবার ও আমি যে ভালোবাসা পেয়েছি তার জন্য বাংলাদেশের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এগুলোর জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। আমি তোমাদের ভালোবাসি। ইনশা আল্লাহ আবার দেখা হবে।”

সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের সিরিজে ব্যাট হাতে এক ফিফটিতে ৯৩ রান এবং বল হাতে ২ উইকেট নেন রাজা।

মন্তব্য করুন: