প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলতে আগামী বছরের আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) অন্তর্ভুক্ত এই সফরে ৩টি টি-টুয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলবে দুই দল।

দুই দেশের বোর্ড প্রধানের মধ্যে আলোচনার পর সোমবার সিরিজের বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট আয়ারল্যান্ড। তবে আইরিশ বোর্ডের দেওয়া বিবৃতিতে সিরিজের তারিখ, সময় ও ভেন্যুর ব্যাপারে কিছু জানানো হয়নি।

সফরে এফটিপির বাইরে দু’দল একটি টেস্ট সিরিজ খেলবে জানিয়ে একটি বিবৃতি দেয় পিসিবি। সেখানে বলা হয়, “ক্রিকেট আয়ারল্যান্ড চেয়ারম্যান জানিয়েছেন আইরিশ দল আগামী বছর আগস্টসেপ্টেম্বরে পাকিস্তানে একটি টেস্ট সিরিজ খেলতে যাবে। নারী দলও পাকিস্তানে যেতে পারে কি না, সেটির সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।”

তবে ইএসপিএন ক্রিকইনফো বলছে, টেস্ট সিরিজ আয়োজনের বিষয়টি পিসিবির কাছে জানতে চাওয়া হলে তারা সেটি অস্বীকার করেছে। অন্যদিকে সফরের সূচি নিয়ে দুই বোর্ডের মধ্যে ভবিষ্যতে আলোচনা হবে বলে জানান ক্রিকেট আয়ারল্যান্ডের এক মুখপাত্র।

পিসিবির সেই বিবৃতি দেওয়ার ঘণ্টাখানেক পর সফরের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ডের তরফ থেকে বলা হয়, “দুই দেশের বোর্ড প্রধানের বিশদ আলোচনার পর আগামী বছরের সফরের ব্যাপারে দুই বোর্ড সম্মত হয়েছে। ২০২২ সালের নারী দলের পাকিস্তান সফরের পর এটি আরেকটি ঐতিহাসিক সফর হতে যাচ্ছে।”

বর্তমানে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ডে আছে পাকিস্তান। সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দলই জিতেছে একটি করে ম্যাচ। মঙ্গলবার ডাবলিনে সিরিজ নির্ধারনী শেষ ম্যাচে মাঠে নামবে দু’দল।

মন্তব্য করুন: