আইসিসির মাসের সেরা আরব আমিরাতের ওয়াসিম

আইসিসির মাসের সেরা আরব আমিরাতের ওয়াসিম

পাকিস্তানের পেস তারকা শাহিন শাহ আফ্রিদিকে পেছনে ফেলে আইসিসি এপ্রিল মাসের সেরা হয়ে গেলেন সংযুক্ত আরব আমিরাতের ওপেনার মুহাম্মদ ওয়াসিম। ছেলেদের সংক্ষিপ্ত তালিকায় এই দুজনের সঙ্গে ছিলেন নামিবিয়ার গেরহার্ড এরাসমাস। এছাড়া তৃতীয়বারের মতো মেয়েদের ক্রিকেটে মাসের সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

এসিসি প্রিমিয়ার কাপে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন ওয়াসিম। আরব আমিরাতের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তার বড় অবদান। গত মাসে অনুষ্ঠিত ২০ ওভারের ওই টুর্নামেন্টে ৬ ইনিংসে ৪৪.৮৩ গড়ে ওয়াসিম করেন ২৬৯ রান। এর মাঝে বাহরাইনের বিপক্ষে ৪০ বলে ৬৫, ওমানের বিপক্ষে ২৫ বলে ৪৫ ও কম্বোডিয়ার বিপক্ষে ১৮ বলে ৪৮ এবং ফাইনালে ওমানের বিপক্ষে করেন সেঞ্চুরি। ৫৬ বলে খেলেন ১০০ রানের দুর্দান্ত ইনিংস। জিতে নেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।

অন্যদিকে মেয়েদের ক্রিকেটে ম্যাথিউসের প্রতিদ্বন্দ্বী ছিলেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। এই নিয়ে তৃতীয়বারের মতো পুরস্কারটি জিতলেন ক্যারিবিয়ান অধিনায়ক। এর আগে জিতেছিলেন ২০২১ সালের নভেম্বরে ও ২০২৩ সালের অক্টোবরে। গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে দুটি সেঞ্চুরি আর টি-টুয়েন্টি সিরিজে টানা দুটি ফিফটি করেছিলেন ম্যাথিউস। সীমিত ওভারের দুই সংস্করণ মিলিয়ে তিনি ৬ ম্যাচে করেছেন ৪৫১ রান। পাশাপাশি অফ স্পিনে নিয়েছেন ১২ উইকেট।

মন্তব্য করুন: