তাসকিনকে সহ-অধিনায়ক করার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
১৪ মে ২০২৪
জিম্বাবুয়ে সিরিজে চোট পাওয়ায় তাসকিন আহমেদকে নিয়ে তৈরি হয়েছিল বড় সংশয়। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন তো দেশের সেরা পেসার? মঙ্গলবার ১৫ জনের বিশ্বকাপ দল ঘোষণার পর দেখা গেল, তাসকিন তো আছেনই, তার ওপর দলের সহ-অধিনায়কের দায়িত্বও তার কাঁধে। দল ঘোষণার পর এমন সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দুপুরে বিশ্বকাপ দল ঘোষণা করা হয়। তাসকিনকে সহ-অধিনায়ক করার ব্যাপারে গাজী আশরাফ বলেন, “তিনি আরেক প্রজন্মের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি বিভাগের নেতৃত্ব দিচ্ছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছে বিভিন্ন সংস্করণে। সে জন্য তাকেই হয়তো প্রত্যাশিত প্রার্থী বলে মনে হয়েছে।”
চোট পাওয়ায় ২১ মে থেকে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে খেলতে পারবেন না তাসকিন। এরপর বিশ্বকাপের আগে তিনি সেরে উঠবেন কিনা- তা নিয়েও সংশয় আছে জানিয়ে প্রধান নির্বাচক বলেন, “যতটুকু তথ্য আছে সেটা হলো, বিশ্বকাপ চলাকালীন সময়ে সে সুস্থ হয়ে উঠবে। এবারের নিয়ম হলো একজন চোটে থাকা ক্রিকেটারকেও দলে রেখে টুর্নামেন্টে ঢুকতে পারবেন এবং উনি যদি ভালো হয়ে ওঠেন, তাহলে ভালো। আর না হলে পরিবর্তন করা যাবে। তবে তাসকিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে পারছে না।”
তবে শেষ পর্যন্ত যদি তাসকিন সুস্থ হয়ে না ওঠেন, সেক্ষেত্রে সুযোগ পাবেন রিজার্ভ বেঞ্চে থাকা হাসান মাহমুদ। প্রধান নির্বাচক আরও বলেন, “যদি সে (তাসকিন) খেলতে না পারে, তাহলে বিসিবি তাদের (বাকি পেসারদের) নজরে আনবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই মুহূর্তে আমি পরিষ্কার উত্তর দিতে পারছি না। যদি সে কোনো কারণে না খেলে, তবে তার পরিবর্তে অন্য কাউকে দেওয়া হবে। আশা করি, এমন কিছু না হোক।”
মন্তব্য করুন: