ইমপ্যাক্ট প্লেয়ারের পক্ষে রবি শাস্ত্রী

ইমপ্যাক্ট প্লেয়ারের পক্ষে রবি শাস্ত্রী

আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম শুরুর পর থেকেই এটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও মোহাম্মদ সিরাজসহ আরও অনেকেই এই নিয়মের সমালোচনা করেছিলেন। এমনকি কয়েকদিন আগে বিসিসিআই সচিব জয় শাহও এটি তুলে দেওয়ার আভাস দিয়েছেন। এমন সময় ইমপ্যাক্ট প্লেয়ারের পক্ষে কথা বলেছেন রবি শাস্ত্রী। 

সোমবার রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে শাস্ত্রী নিজের অভিমত দেন। এই নিয়মের ফলে আইপিএলের ম্যাচগুলোতে প্রতিদ্বন্দ্বিতা আরও বেড়েছে বলেও জানান ভারতের এই সাবেক কোচ। 

“ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মটা ভালো। আপনাকে সময়ের সঙ্গে নিজেকে বদলাতে হবে। এটা অন্যান্য খেলাতেও হয়ে থাকে। এর ফলে আরও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। গত বছরের আইপিএলে কতগুলো ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল তা আপনি দেখেছেন। এটা অনেক বড় পার্থক্য গড়ে দিয়েছিল।”

গত মাসে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও অস্ট্রেলিয়ার সাবেক কিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে এক পডকাস্টে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানান রোহিত। ভারত অধিনায়কের মত, এই নিয়মের কারণে অল-রাউন্ডাররা যথাযথ সুযোগ পাচ্ছে না। ফলে তাদের উন্নতিতে ব্যঘাত ঘটতে পারে।

তবে নতুন কোনো নিয়ম চালু হলে অনেকেই এর বিরোধিতা করে থাকেন জানিয়ে শাস্ত্রী বলেন, “যখন কোনো নতুন নিয়মের চালু হয়… তখন অনেকেই থাকেন যারা এর বিরোধিতা করে কথা বলেন এটা কেনো ঠিক নয়। কিন্তু আপনি যখন দেখবেন এই সুযোগ পেয়ে কিছু খেলোয়াড় যখন দলের রান ১৯০-২০০ তে নিয়ে যাবে, তখন সবাই বিষয়টি নিয়ে নতুন করে ভাববে।”

মন্তব্য করুন: