বিশ্বকাপের আগে রাবাদার পায়ের টিস্যুতে সংক্রমণ

বিশ্বকাপের আগে রাবাদার পায়ের টিস্যুতে সংক্রমণ

টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহের মতো বাকি। এর মাঝেই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দলে এলো দুঃসংবাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে থাকা প্রোটিয়া গতি তারকা কাগিসো রাবাদা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ইতোমধ্যেই তিনি আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন। তবে তার বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় নেই বলে জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া সিএসএর বিবৃতিতে বলা হয়, পায়ের নরম টিস্যুতে সংক্রমণের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে দেশে ফিরেছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। ২৮ বছর রাবাদা দেশে ফেরার সময় একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেছিলেন এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকা মেডিকেল টিম তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য তার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে না বলে আশা করা যাচ্ছে।

দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের নেতা রাবাদা পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলছিলেন। ১১ ম্যাচ খেলে ৮.৯২ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। অবশ্য তার দল প্লে অফ থেকে ছিটকে গেছে। দক্ষিণ আফ্রিকার ১৫ জনের বিশ্বকাপ দলে তিনিই একমাত্র কৃষ্ণাঙ্গ আফ্রিকান ক্রিকেটার। বিশ্বকাপের প্রথম পর্বে ডি গ্রুপে দক্ষিণ আফ্রিকার সঙ্গী বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। ৩ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ শুরু হবে।

মন্তব্য করুন: