অবসর নয়, আরও কয়েক বছর খেলতে চান রোহিত

অবসর নয়, আরও কয়েক বছর খেলতে চান রোহিত

ভারত অধিনায়ক রোহিত শর্মার বয়স এখন ৩৮ বছর। এই বয়সের আগেই বহু ক্রিকেটারের ক্যারিয়ার থেমে যায়। সম্প্রতি তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বও হারিয়েছেন। তাই আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ ঘিরে রোহিতকে নিয়েও নানা গুঞ্জন ডালপালা মেলেছিল। অনেকেই বলছিলেন, টি-টুয়েন্টি বিশ্বকাপের পরেই হয়তো এই সংস্করণ থেকে অবসর নিতে পারেন রোহিত। কিন্তু হিটম্যান খ্যাত এই ওপেনার ঘোষণা করলেন, তিনি আরও কয়েক বছর খেলে যেতে চান।

চলতি আইপিএলে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স সবার আগে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। রোহিতকে সরিয়ে হার্দিক অধিনায়ক হওয়ার পর দলটিতে তৈরি হয়েছে নানা সমস্যা। এমনকী গ্রুপিংয়ের খবরও দিয়েছে দেশটির গণমাধ্যম। চলতি আসরে এখন পর্যন্ত রোহিত ব্যাট হাতে করেছেন ৩৪৯ রান, যা মুম্বাই ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। রোহিতের এখন একটাই চাওয়া, ১১ বছর ধরে কোনো আইসিসি শিরোপা জিততে না পারা ভারতকে একটি শিরোপা এনে দেওয়া।

দুবাই আই রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ১৭ বছর ধরে (আন্তর্জাতিক ক্রিকেটে) খেলছি, এটা একটা চমৎকার যাত্রা। আমার আশা আরও কয়েক বছর খেলতে পারব এবং বিশ্ব ক্রিকেটে প্রভাব রাখতে পারব। দেশের হয়ে অধিনায়কত্ব করা সবচেয়ে বড় সম্মানের ব্যাপার। কখনোই ভাবিনি আমার জীবনে এমন কিছু আসবে, একদিন আমি নেতৃত্ব দেব। তবে লোকে বলে, ভালো মানুষের সঙ্গে নাকি ভালো কিছুই হয় (হাসি)।

মহেন্দ্র সিং ধোনির পর অধিনায়ক হিসেবে রোহিতের বেশ জনপ্রিয়তা আছে। নিজের নেতৃত্বের দর্শন নিয়ে রোহিত বলেন, ভারতের অধিনায়ক হওয়ার পরই আমি সবাইকে একই পথে পরিচালনা করতে চেয়েছি। আমার মনে হয়, দলীয় খেলাটা এভাবেই খেলা উচিত। এটা ব্যক্তিগত মাইলফলক, ব্যক্তিগত পরিসংখ্যান ও লক্ষ্য পূরণের খেলা নয়। ১১ জন মিলে দলকে কোথায় নিয়ে যেতে পারি; কীভাবে ট্রফি জিততে পারি, সেটাই মুখ্য বিষয়।

মন্তব্য করুন: