বাংলাদেশের বিশ্বকাপ দলে কার ব্যাটিং গড় কত?
১৬ মে ২০২৪
যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ এবং টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে বুধবার মধ্যরাতে দেশ ছেড়েছে টিম টাইগার। ২০ ওভারের ফরম্যাটে বাংলাদেশ বরাবরই পিছিয়ে আছে। ক্রিকেটারদের ব্যক্তিগত রেকর্ড-পরিসংখ্যানও সে কথাই বলছে। শীর্ষস্থানীয় ব্যাটারদের ব্যাটিং গড়ের অবস্থা বেশ শোচনীয়। এর মাঝেও আশা জাগাচ্ছেন জাকের আলী, তানাজিম তামিমের মতো নবীনরা।
বাংলাদেশের বিশ্বকাপ দলে স্বীকৃত ব্যাটারদের মাঝে সবচেয়ে বেশি ব্যাটিং গড় জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিমের। পাঁচ ম্যাচ খেলে তার ব্যাটিং গড় ৪০.০০। দ্বিতীয় স্থানে আছেন ১১ ম্যাচ খেলা জাকের আলী- ৩৯.৪০। এছাড়া বাংলাদেশের বিশ্বকাপ দলের আর কোনো স্বীকৃত ব্যাটারের গড়ই ত্রিশের কোটায় নেই!
আরও পড়ুন : বাংলাদেশের বিশ্বকাপ দলে সর্বোচ্চ স্ট্রাইকরেট হৃদয়ের, সর্বনিম্ন শান্তর
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর গড় ২৫.২৩। দলের বাকি দুই ওপেনার লিটন কুমার দাসের গড় ২৩.২৪ এবং সৌম্য সরকারের ১৭.৫৬। সবচেয়ে সিনিয়র দুই সদস্য সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহর গড় যথাক্রমে- ২৩.৫৬ এবং ২৪.৩৫। এছাড়া ব্যাট হাতে দলের আস্থার নাম হয়ে ওঠা তাওহীদ হৃদয়ের গড় ২৮.৫৩। স্পিন অল-রাউন্ডার শেখ মাহেদীকে যদি ব্যাটার হিসেবে ধরতে চান, তাহলে ৩২ ইনিংসে তার গড় ১৩.২০।
** এই পরিসংখ্যান ১২ মে ২০২৪ পর্যন্ত।
মন্তব্য করুন: