একজোট হয়ে বেতন বাড়িয়ে নিল আয়ারল্যান্ডের ক্রিকেটাররা
১৭ মে ২০২৪
বেশ কিছুদিন ধরেই বেতন-ভাতা নিয়ে আইরিশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে দ্বন্দ্ব চলছিল দেশটির ক্রিকেটারদের। নতুন কেন্দ্রীয় চুক্তি নিয়ে বোর্ডের প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছিল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। অবশেষে দুই পক্ষ সমঝোতায় পৌঁছায় টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সুখবর পেলেন আয়ারল্যান্ডের ক্রিকেটাররা। তাদের প্রত্যাশা অনুযায়ীই নতুন চুক্তি করেছে আইরিশ বোর্ড।
বৃহস্পতিবার ক্রিকেট আয়ারল্যান্ড ও আইরিশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন যৌথ বিবৃতি দিয়ে জানায়, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষ একমত হয়েছে। ক্রিকেটারদের প্রত্যাশা অনুযায়ীই তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। এই চুক্তির মেয়াদ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। দ্রুতই এই চুক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বা হী ওয়ারেন ডিউট্রম বলেছেন, “শুরু থেকেই ক্রিকেট আয়ারল্যান্ড সবসময়ই আয়ারল্যান্ডের পুরুষ ও নারী জাতীয় দলকে প্রাধান্য দিয়ে আসছে এবং এদেশে খেলাটাকে এগিয়ে নেওয়ার পথে বড় ভূমিকা রাখার পুরস্কার দিচ্ছে। পুরো প্রক্রিয়ায় আমাদের সদস্য ক্রিকেটাররা সবাই ঐক্যবদ্ধ ছিল। শেষ পর্যন্ত যে ফলাফল এসেছে, সেটা আয়ারল্যান্ডের সব পেশাদার ক্রিকেটার এবং খেলাটির জন্য গুরুত্বপূর্ণ।”
শুধু বেতন বৃদ্ধিই নয়, বোর্ডের আয়ের বেশির ভাগ অংশ পাচ্ছেন ক্রিকেটাররা। ওয়ারেন ডিউট্রম আরও বলেছেন, “এ বছর আইরিশ ক্রিকেটের নতুন চুক্তিতে ক্রিকেটাররাই সবচেয়ে বেশি ভাগ পাচ্ছে। এটাই হওয়া উচিত। ক্রিকেটারদের কঠোর পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার জন্য সর্বোচ্চটা করতে পেরেছি বলে আমার বিশ্বাস। এর বাইরে তৃণমূলের ক্রিকেট, ক্লাব ও প্রাদেশিক পর্যায়ের ক্রিকেটকে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতের আন্তর্জাতিক ক্রিকেটার উঠে আসে।”
মন্তব্য করুন: