‘কোহলি যেন হিমালয়ের ধ্যানমগ্ন সন্ন্যাসী’
১৭ মে ২০২৪
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে অফে যাওয়া জটিল সমীকরণে পড়ে গেলেও বিরাট কোহলির ব্যাট হেসেই চলছে। এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৬৬১ রান করে তিনি সবার ওপরে। ব্যাটিং গড় অবিশ্বাস্য- ৬৬.১০। যে স্ট্রাইকরেট নিয়ে এত সমালোচনা হচ্ছিল, সেখানেও উন্নতি হয়েছে। তার স্ট্রাইকেরট এখন ১৫৫.১৬। কোহলির এমন দুর্দান্ত পারফর্ম্যান্সের রহস্য উদঘাটন করার চেষ্টা করেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ।
এক সাক্ষাৎকারে কোহলিকে ব্যাখ্যা করতে গিয়ে ভারতের সাবেক ক্রিকেটার ক্রিকেটার কাইফ বলেন, “যখন একজন সন্ন্যাসী হিমালয়ে যান, তখন তিনি ধ্যানমগ্ন হয়ে অন্য এক জগতে চলে যান। সেখানে কোনো কিছুই তার মনোযোগ টলাতে পারে না। সেখানে জোরে আওয়াজ হোক, কেউ চিৎকার বা কান্নাকাটি করুক, তাতে সেই সন্ন্যাসীর কিছুই যায় আসে না। বিরাট কোহলি নিজেকে সেই পর্যায়ে (জোনে) নিয়ে গেছে। আপনি হয়তো তার চতুর্থ বা পঞ্চম গিয়ার নিয়ে কথা বলছেন, কিন্তু সে পঞ্চদশ গিয়ারে পৌঁছে গেছে। যেখানে কেউ কখনো পৌঁছবে না।”
“সে স্কোরকার্ড দেখে না। সে শুধু নিজের জোনে থেকে খেলায় মনোযোগ দেয়। সে জানে তাকে কী করতে হবে। পেসার বা স্পিনার- যে বোলারই আসুক না কেন, তার কাছে সেটা কোনো ব্যাপার নয়। সে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে এগেছে, সেখানে কোনো ম্যাচ-আপ নেই। সে শুধু আধিপত্য বিস্তার করতে এসেছে। তার প্যাশন হলো দলকে জয় এনে দেওয়া। চেন্নাইয়ের বিপক্ষে প্রথম ম্যাচে সে মুস্তাফিজুর রহমানের স্লোয়ার বাউন্সার ভেতরে টেনে আউট হয়েছিল। কিন্তু পাঞ্জাবের বিপক্ষে পরের ম্যাচেই সে ছিল দৃঢ়প্রতিজ্ঞ্। ডাউন দ্য উইকেটে এসে কাগিসো রাবাদাকে মারছিল, স্পিনারদের বিপক্ষে সে স্লগ সুইপ খেলছিল।”
মন্তব্য করুন: