বিদায়ী ম্যাচে নিষিদ্ধ হলেন হার্দিক পান্ডিয়া

বিদায়ী ম্যাচে নিষিদ্ধ হলেন হার্দিক পান্ডিয়া

প্লে অফের আশা আরও আগেই শেষ হয়ে গিয়েছিল, তাই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে শুক্রবারের ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য ছিল স্রেফ আনুষ্ঠানিকতার। সেই ম্যাচেও হার্দিক পান্ডিয়ার দল হেরে গেছে ১৮ রানে। এই নিয়ে লিগ পর্বের ১৪ ম্যাচের ১০টিতেই হেরেছে পাঁচবারের শিরোপাজয়ীরা। পাশাপাশি স্লো ওভার রেটিংয়ের জন্য জরিমানার পাশাপাশি নিষেধাজ্ঞাও জুটেছে মুম্বাই অধিনায়কের।

আইপিএলের নিয়মানুযায়ী, কোনো দল এক মৌসুমে তিন ম্যাচে নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে না পারলে সেই দলের অধিনায়ককে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। হার্দিক এর আগে দুইবার স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনেছেন। এবার তৃতীয় দফায় তাকে নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ারসহ একাদশের বাকিদের ম্যাচ ফির ৫০ শতাংশ কিংবা ১২ লাখ রুপির মাঝে যেটা বেশি হয়- সেই পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে।

এই মৌসুমে মুম্বাইয়ের আর কোনো ম্যাচ না থাকায় আগামী আসরে নিজেদের প্রথম ম্যাচে হার্দিক খেলতে পারবেন না। হার্দিক যদি আগামী মৌসুমে অন্য কোনো দলেও যোগ দেন, সেক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এবারের আসরের আগে গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন হার্দিক। তার নেতৃত্ব ঘিরে শুরু হয়েছিল তুমুল বিতর্ক। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই আইপিএল শেষ করেছে হার্দিক পান্ডিয়ার মুম্বাই।

মন্তব্য করুন: