বেঙ্গালুরু-চেন্নাই ম্যাচের জন্য প্র্যাকটিসকে রিয়ানের ‘না’

বেঙ্গালুরু-চেন্নাই ম্যাচের জন্য প্র্যাকটিসকে রিয়ানের ‘না’

শেষ দল হিসেবে প্লে-অফের শেষ জায়গা দখলের লড়াইয়ে বুধবার রাতে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। এই ম্যাচটিকে বলা হচ্ছে এবারের আইপিএলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। অনেকের মতে এটিই হতে পারে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির শেষ মুখোমুখি লড়াই। তাই স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মাঝে ম্যাচটিকে নিয়ে বাড়তি উত্তেজনা কাজ করছে, যা ছড়িয়ে পড়েছে ক্রিকেটারদের মাঝেও।

তেমনই একজন হলেন আগেই প্লে-অফ নিশ্চিত হওয়া রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ। বেঙ্গালুরু-চেন্নাইয়ের দ্বৈরথ উপভোগ করতে দলের অনুশীলনের জন্য কোচকে না বলে দিয়েছেন তরুণ এই ব্যাটার, যার একটি স্ক্রিনশট তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন।

স্ক্রিনশটটিতে দেখা যায়, রাজস্থানের সহকারি কোচ সিদ্ধার্থ লাহিড়ি রিয়ানের কাচে জানতে চান আজ রাতে (বুধবার) তিনি অনুশীলনে আসবেন কি না? কিন্তু বেঙ্গালুরু ও চেন্নাইয়ের ম্যাচের কথা জানিয়ে অনুশীলনে না যাওয়ার কথা জানিয়ে দেন চলতি মৌসুমে দলের হয়ে দুর্দান্ত ছন্দে থাকা রিয়ান।

বেঙ্গালুরু-চেন্নাইয়ের ম্যাচটিকে এবারের আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বলার পেছনে বেশ কিছু কারণও রয়েছে। মৌসুমের শুরু থেকে হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বেঙ্গালুরু এক সময় আসর থেকে বিদায়ের শঙ্কায় ছিল। কিন্তু সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা পাঁচ ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে এখনও টিকে আছে কোহলির দল। তবে শেষ চারের টিকিট নিশ্চিত করতে চেন্নাইকে শুধু হারালেই চলবে না, বেঙ্গালুরুকে জিততে হবে সমীকরণ মাথায় নিয়ে।

ম্যাচে যদি বেঙ্গালুরু আগে ব্যাটিং করে, তাহলে তাদের ম্যাচটি জিততে হবে ১৮ রানের ব্যবধানে। অন্যদিকে চেন্নাই আগে ব্যাটিং করলে তাদেরকে সেই লক্ষ্য তাড়া করতে হবে ১১ বল হাতে রেখে। বৃষ্টির কারণে ম্যাচ যদি পাঁচ ওভারেও নামিয়ে আনা হয় সেক্ষেত্রেও কোহলিদের এই ব্যবধানে জিততে হবে। তবে ম্যাচ পরিত্যক্ত হলে শেষ চারের টিকিট পাবে ধোনির দল।

অন্যদিকে, গুঞ্জন রয়েছে, চলতি মৌসুমই হতে যাচ্ছে চেন্নাইয়ের হয়ে ধোনির শেষ আসর। ফলে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি তারা ১৮ রান কিংবা ১১ বলের ব্যবধানে হারে তাহলে এটিই হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে ধোনির শেষ ম্যাচ। সব মিলিয়ে দারুণ এক উপভোগ্য ম্যাচের অপেক্ষায় আছে ক্রিকেট অনুরাগীরা।

মন্তব্য করুন: