মুস্তাফিজ জানালেন কীভাবে তার নাম ‘ফিজ’ হয়ে গেল
১৯ মে ২০২৪
টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে দলের সঙ্গে মুস্তাফিজুর রহমান এখন যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজও খেলার কথা। বাংলাদেশের এই পেস তারকাকে ক্রিকেট দুনিয়া ‘দ্য ফিজ’ নামেই চেনে। মুস্তাফিজের প্রথম আইপিএল থেকেই নামটা জনপ্রিয়তা পায়। কিন্তু ‘ফিজ’ নামটার শুরু কীভাবে হয়েছিল?
যুক্তরাষ্ট্র থেকে বিসিবির পাঠানো এক ভিডিওবার্তায় মুস্তাফিজ সেই রহস্যভেদ করলেন, “আমাদের যে বোর্ডটা আছে—ফিল্ডিং সেশন, বোলিং সেশনের বিষয় লেখা থাকে। ওই বোর্ডে যদি পুরো নাম লেখে, তাহলে অনেক বড় হয়ে যায়। এ কারণে লেখে ‘ফিজ’। প্রথম দিন আমি বুঝিনি। ভেবেছি এটা আবার কে? তারপর আমাকে বলেছে, ‘এটা তুমি’। এরপর থেকেই...এরপর আমি আইপিএলে খেলতে গিয়েছিলাম ২০১৬ সালে। ওখানেও ফিজ নামটা জনপ্রিয় হয়ে গেছে। এরপর থেকেই চলছে।”
সেই ভিডিওবার্তায় অনেক বিষয় নিয়েই কথা বলেছেন মুস্তাফিজ। জানিয়েছেন দেশের হয়ে খেলা কতটা উপভোগ করেন। একইসঙ্গে জানিয়েছেন তার আক্ষেপের কথাও, “দেশের হয়ে খেলা তো একটা গৌরবের বিষয়। আমি সব সময় দেশের হয়ে খেলাটা উপভোগ করি। আমার মনে হয় যখন কোনো বড় টুর্নামেন্ট হয়, কোনো বড় ট্রফি জেতে; তখন বড় খেলোয়াড় বলা হয়। এই আক্ষেপ তো সব সময় রয়েই গেছে।”
মন্তব্য করুন: