কোহলি পাকিস্তান যেতে চান শুনে উচ্ছসিত আফ্রিদি

কোহলি পাকিস্তান যেতে চান শুনে উচ্ছসিত আফ্রিদি

আইপিএলের মাঝেই পাকিস্তানের এক পর্বতারোহীর সঙ্গে বিরাট কোহলির আলাপচারিতা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই আলাপচারিতায় কোহলি বলেছেন, তিনি পাকিস্তান সফরে যেতে চান। ভারতের ব্যাটিং কিংয়ের বক্তব্যকে সাধুবাদ জানাচ্ছেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

রাজনৈতিক কারণে এক যুগেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। সেই ২০১৩ সালে ভারতের মাটিতে তারা সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল। আর পাকিস্তানের মাটিতে ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলে এসেছে আরও ৭ বছর আগে ২০০৬ সালে। এছাড়া ২০০৮ সালে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে গিয়েছিল ভারত। এখন আইসিসি আর এসিসির টুর্নামেন্ট ছাড়া দুই দলের লড়াই দেখা যায় না।

শুধু তাই নয়, রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের মাটিতে আইসিসি বা এসিসির টুর্নামেন্ট থাকলেও সেখানে খেলতে যায় না ভারত। যেমন গত এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত তাদের সব ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার মাটিতে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিরও আয়োজক পাকিস্তান। এখন থেকেই ভারতীয় বোর্ডের নানা কর্তাব্যক্তিরা বলছেন, তারা পাকিস্তান গিয়ে এই টুর্নামেন্ট খেলবে না।

এমন পরিস্থিতিতে সম্প্রতি পাকিস্তানের পর্বতারোহী শেহরোজ কাশিফের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন বিরাট কোহলি। সেই কথোপকথনের রেকর্ড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কাশিফ। যাতে কোহলি বলেছেন, তোমার পরিবারের জন্য শুভেচ্ছা রইল। আশা করছি, আমরা দ্রুতই পাকিস্তান সফর করব। সব দলই তো এখন পাকিস্তানে সফর করতে শুরু করেছে।

কোহলির এই বক্তব্যে যারপরনাই আনন্দিত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। এমনিতেই কোহলির সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্ক। আফ্রিদির ফাউন্ডেশনের ফান্ড তৈরিতে কোহলি অবদানও রেখেছেন। সেই আফ্রিদি এবার বলেছেন, আমি বিরাটের কাছ থেকে এমন বক্তব্যই আশা করি। সে পিএসএল খেলতে আসুক বা ভারতের জাতীয় দলের হয়ে আসুক, আমি তাকে স্বাগত জানাই।

মন্তব্য করুন: