এখনও অবসরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি ধোনি

এখনও অবসরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি ধোনি

রুদ্ধশ্বাস এক ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে এবারের আইপিএল থেকে বিদায় বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস। চলতি মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে বিবেচিত হওয়া গত শনিবারের ম্যাচটি বিশেষ ছিল আরও ভিন্ন এক কারণে। গুঞ্জন ছিল সেদিনের ম্যাচটিই হতে যাচ্ছে আইপিএলে মহেন্দ্র সিং ধোনির সবশেষ ম্যাচ। তবে এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনও জানাননি চেন্নাইয়ের সাবেক অধিনায়ক। ফলে অনেকেই ধারণা করছেন, আরও এক মৌসুম হয়তো ব্যাট হাতে ২২ গজে দেখা যাবে ধোনিকে।

গত মৌসুমের পুরোটা সময় হাঁটুর চোটের সঙ্গে লড়াই করেছিলেন ধোনি। সে অবস্থাতেই দলকে নেতৃত্ব দিয়ে চেন্নাইকে পঞ্চম শিরোপা জেতান তিনি। তবে গত বছরই চোট সারাতে অস্ত্রোপচার করান ভারতের সাবেক অধিনায়ক। কিন্তু চলতি মৌসুমজুড়ে তিনি পেশির চোটে ছিলেন বলে বিভিন্ন সময় খবর হয়েছে সংবাদমাধ্যমে। এই কারণে পুরো মৌসুমে তিনি একদম শেষ সময়ে ব্যাটিংয়ে নামেন।

তবে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির এক ঊর্ধ্বতন বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, চোট নিয়ে তেমন কোনো অসুবিধায় নেই ৪২ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার। এমনকি অবসরের বিষয়েও দলটিকে এখনও কিছু জানাননি তিনি।

“চেন্নাই সুপার কিংসের কাউকেই ধোনি বলেননি যে, বিদায় নিচ্ছেন। ম্যানেজমেন্টকে তিনি বলেছেন, কয়েক মাস অপেক্ষা করবেন, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। রানিং বিটুইন দা উইকেটে কোনো অস্বস্তি তিনি অনুভব করেননি, যেটা ইতিবাচক ব্যাপার। আমরা ধোনির যোগাযোগের অপেক্ষা করব। দলের সেরা স্বার্থই সবসময় তার ভাবনায় থাকে। দেখা যাক, কী হয়।”

চোটের গুঞ্জন থাকলেও এবারের আইপিএলে ব্যাট হাতে নিজের ভূমিকায় দারুণ সফল ছিলেন ধোনি। ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে রান তোলেন দ্রুতগতিতে। ১১ ইনিংসে ব্যাট করে অপরাজিত ছিলেন ৮ বার। ২২০ দশমিক ৫৪ স্ট্রাইক-রেটে রান করেন ১৬১, যেখানে চার আছে ১৪টি এবং ছক্কা ১৩টি। ফলে চোটে না ভুগলে আরেকটি মৌসুমে তার খেলাটা অস্বাভাবিক নয়। তবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের মতো ধোনি আইপিএলকেও আচমকা বিদায় বলবেন কি না তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। 

মন্তব্য করুন: