বাজে সময়ে স্ত্রীর কাছ থেকে সাহস পান লিটন
২১ মে ২০২৪
প্রায় নয় বছর ধরে জাতীয় দলে থাকলেও এখন পর্যন্ত নিজের সেরাটা দেখাতে পারেননি প্রতিভাবান হিসেবে বিবেচিত লিটন দাস। মাঝে কিছুটা সময় নিজের সেরা ছন্দে থাকলেও সাম্প্রতিক সময়ে আবার যেন হারিয়ে গেছেন ডানহাতি এই ব্যাটার। আর এই খারাপ সময়ে স্ত্রীর কাছ থেকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন লিটন।
চলতি বছরে এখন পর্যন্ত শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ। দুটো সিরিজেই ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন লিটন। বাজে পারফরম্যান্সের কারণে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের দল থেকেও বাদ পড়েন এই ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও ছিলেন একদমই নড়বড়ে।
সম্প্রতি বিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই বাজে সময় নিয়ে কথা বলেন লিটন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই ভিডিওতে ডানহাতি এই ব্যাটার বলেন, “খারাপ সময়ে আসলে ওভারথিংকিং (অতিরিক্ত চিন্তা) করার কিছু থাকে না। কারণ আপনি যখন একটা ব্যাডপ্যাচে (খারাপ অবস্থায়) থাকেন, তখন যত ওভারথিংক করবেন, যত বেশি ওগুলো নিয়ে চিন্তা করবেন, তত আপনার জন্য খারাপই নিয়ে আসবে। একটা অপশনই থাকে অনুশীলনে আপনি কতটা হার্ডওয়ার্ক করছেন। অনুশীলন কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন সেটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমার কাছে মনে হয়, খারাপ সময়ে যতটা শান্ত থাকা যায়, অতিরিক্ত চিন্তা কম করা যায়। শুধু নিজের ক্রিকেটের ওপরে ফোকাস দিতে হবে।”
যে কোনো খারাপ সময় থেকে বের হতে সবচেয়ে বেশি দরকার হয় অনুপ্রেরণার। কোচ ও নিজের স্ত্রীর কাছে লিটন অনুপ্রেরণা পান জানিয়ে বলেন, “এমন অনেক মানুষই আছে যারা আমাকে সবসময় অনুপ্রেরণা যোগায়। অনেক কোচই আছে যাদের সাথে আমাদের কথা হয়, যারা প্রেরণা যোগায়। আসলে এই সময়টায় মোটিভেট করাটা অনেক বড় জিনিস, সাহস দেয়াটা। আমার সবচেয়ে বড় কাছের মানুষ হচ্ছে আমার স্ত্রী। সে আমাকে অনেক সাহস দেয়। এর থেকে আর বড় কিছু লাগে না।”
মন্তব্য করুন: