টি-টুয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরির প্রত্যাশা লিটনের
২১ মে ২০২৪
টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম ইকবাল। ২০১৬ সালের আসরে ওমানের বিপক্ষে ১০৩ রানের অপরাজিত ইনিংসটি খেলেছিলেন বাঁহাতি এই ওপেনার। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতেও বাংলাদেশের একমাত্র সেঞ্চুরি সেটি। এবারের আসরে আবার সেঞ্চুরি করার আশা করছেন লিটন দাস।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো সময় না গেলেও গত টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে পরিসংখ্যানের দিক দিয়ে বাংলাদেশের সেরা ব্যাটার লিটন। এই সময় ১৫ ম্যাচে দলের হয়ে করেছেন ৪০২ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ৮৩ রানের ইনিংসটিও এই সময়ে খেলেন ডানহাতি এই ব্যাটার। আর টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ ৬০ রানের ইনিংসটি তিনি খেলেন ভারতের বিপক্ষে গত আসরে।
আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া বিশ্বকাপের নবম আসরে আগের বিশ্বকাপগুলোর থেকেও ভালো কিছু করার প্রত্যাশা লিটনের। বিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি যদি আগের দুই বিশ্বকাপে একশ না করতে পারি, কিন্তু এবার ১০১ করি, তার মানে আরও ভালো কিছু করেছি। যা করিনি চেষ্টা করব তার থেকে ভালো কিছু করার। শুধু আমি না, টপ-অর্ডারের সবাই চিন্তা করে। এটা তো কোনো সহজ কাজ না যে যাব আর টি-টুয়েন্টিতে একশ মেরে দিব। যদিওবা বিশ্ব ক্রিকেট এখন অন্যভাবে চলছে। যদি আন্তর্জাতিক ক্রিকেট দেখেন, বিশ্বকাপে একশ হয়। কিন্তু টি-টুয়েন্টি ফরম্যাটে ২-১ জন ব্যাটারই করে। আমাদের সেই সুযোগ আছে। আমাদের টপ-অর্ডার ব্যাটাররা খুবই ভালো। চেষ্টা সবার ভেতরেই থাকবে।”
এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের ওপর আলাদা চাপ থাকবে বলে জানান লিটন। তবে সব ধরনের চাপকে সরিয়ে রেখে ফলের কথা বেশি না ভেবে পারফর্ম করতে পারলেই ভালো কিছু সম্ভব বলে মনে করেন ডানহাতি এই ওপেনার।
“আমার কাছে মনে হয় বিশ্বকাপে একটা আলাদা চাপ থাকবে। কোনো সন্দেহ নেই, এটা সব দলেরই থাকে। আমার কাছে মনে হয় আমরা যদি খুব ভালো ক্রিকেটটা খেলতে পারি, ক্রিকেটের ভাষায় যেটাকে বলে কাম অ্যান্ড কুল (ঠাণ্ডা মেজাজে) থেকে ক্রিকেটটা খেলা যায়… ভয়ডরহীন ক্রিকেট, কোনো কিছু আউটকাম চিন্তা না করে যদি ক্রিকেটটা খেলা যায়… আমার মনে হয় আমাদের খুব ভালো একটা সুযোগ আছে।”
বাংলাদেশ সময় আগামী ৮ জুন ভোর সাড়ে ৬টায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপে নাজমুল হোসেন শান্তর দলের বাকি তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।
মন্তব্য করুন: