বিশ্বকাপে ভিভ রিচার্ডসকে মেন্টর হিসেবে চায় পাকিস্তান
২১ মে ২০২৪
আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ভিভ রিচার্ডসকে মেন্টর হিসেবে দলের সঙ্গে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্যারিবিয়ান এই কিংবদন্তিকে দলের সঙ্গে পেতে ইতোমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছে তারা।
পিসিবির এক সূত্রের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান জানায়, বোর্ড প্রধান মহসিন নাকভির চাওয়াতে রিচার্ডসের সঙ্গে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপে প্রথম পর্বের বাধা পেরুলে পাকিস্তানের ম্যাচগুলো হবে ওয়েস্ট ইন্ডিজে। সেখানকার কন্ডিশনে রিচার্ডসের অভিজ্ঞতা দলের জন্য দারুণ কাজে আসবে বলে মনে করছেন তিনি।
২০১৬ সাল থেকে পিএসএলের দল কোয়েটা গ্লাডিয়েটরসের মেন্টর হিসেবে কাজ করছেন রিচার্ডস। তার কাজে মুগ্ধ হয়েই পিসিবি তাকে চাইছে জানিয়ে সেই সূত্র বলেন, “রিচার্ডস যেভাবে কোয়েটা গ্লাডিয়েটরসের মেন্টর হিসেবে কাজ করেছেন, তার কাজে পিসিবি খুবই মুগ্ধ। পিসিবি এই সুবিধাটুকু নিতে চায়, বিশেষ করে বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ অংশে।”
তবে রিচার্ডসকে মেন্টর হিসেবে পাওয়ার পথে পাকিস্তানের বড় বাধা বিশ্বকাপে এই কিংবদন্তি ক্রিকেটারের মিডিয়া কমিটমেন্ট। তবে বিষয়টি সমাধানে পিসিবির তরফ থেকে কাজ করা হচ্ছে বলে সেই সূত্র জানান।
আগামী ৬ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ‘এ’ গ্রুপে বাবর আজমের দলের অন্য তিন প্রতিপক্ষ ভারত, কানাডা ও আয়ারল্যান্ড।
মন্তব্য করুন: