বাংলাদেশকে চরম লজ্জা দিয়ে যুক্তরাষ্ট্রের অবিস্মরণীয় জয়
২২ মে ২০২৪
এর চেয়ে লজ্জার আর কী হতে পারে! প্রথম দেখাতেই টেস্ট খেলুড়ে দলকে মাটিতে নামিয়ে অবিস্মরণীয় জয় তুলে নিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জন্য এমন লজ্জা অবশ্য নতুন নয়। এর আগে হংকং, কানাডার কাছে হারের ইতিহাসও আছে। তাই বলে এই সময়ে যুক্তরাষ্ট্রের মতো একটা আনকোরা দলের কাছে পরাজয় অবিশ্বাস্য বটে! বাংলাদেশকে ৫ উইকেটে উড়িয়ে সেই অসম্ভবকেই সম্ভব করে ফেলল যুক্তরাষ্ট্র।
রান তাড়ায় নেমে যুক্তরাষ্ট্র মোটামুটি ভালোই শুরু করেছিল। চতুর্থ ওভারের প্রথম বলে মৈনাক প্যাটেল (১০ বলে ১২) আউট হলে ভাঙে ২৭ রানের ওপেনিং জুটি। দ্বিতীয় উইকেটেও ৩৮ রানের জুটি গড়েন অপর ওপেনার স্টিভেন টেইলর (২৯ বলে ২৮) আর আন্দ্রিস গউস (১৮ বলে ২৩)। আন্দ্রিসকে রিশাদ হোসেন আর অ্যারন জোন্সকে (৪) শিকার করেন মুস্তাফিজুর রহমান। এই জোড়া আঘাতে চাপে পড়ে যায় স্বাগতিকরা। এরপর নিতিশ কুমারকেও (১০) ফেরান শরীফুল ইসলাম।
কিন্তু দ্রুতই তারা ঘুরে দাঁড়ায়। শেষ তিন ওভারে দরকার পড়ে ৩৮ রানের। দুর্দান্ত ব্যাটিং করছিলেন কোরি অ্যান্ডারসন আর হারমিত সিং। দুজনের টর্নেডো জুটি পঞ্চাশ ছাড়িয়ে যায়। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় মাত্র ৯ রানের। পঞ্চম উইকেটে আ্যান্ডারসন আর হারমিতের ২৮ বলে অবিচ্ছিন্ন ৬২ রানের জুটিতে ৩ বল আর ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র। অ্যান্ডারসন ২৫ বলে ৩৪ আর হারমিত ১৩ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন।
এর আগে হিউস্টনে মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান তোলে বাংলাদেশ। লিটন দাস আর সৌম্য সরকারের বিদায়ে ৪.৩ ওভার স্থায়ী ওপেনিং জুটিতে আসে ৩৪ রান। দুইবার জীবন পাওয়া লিটন ধুঁকে ধুঁকে ১৫ বলে ১ চার ১ ছক্কায় ১৪ রান করে জসদীপ সিংয়ের বলে এলবিডাব্লিউ হলে ভাঙে এই জুটি। অপর ওপেনার সৌম্য সরকারও (১৩ বলে ২০) ফিরেন পরের ওভারে। উইকেটে এসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১১ বলে ৩) আর সাকিব আল হাসানও (১২ বলে ৬) সেই ব্যর্থতার বৃত্তে বন্দি হয়ে থাকেন।
একপ্রান্ত আগলে দ্রুত গতিতে রান তুলছিলেন তাওহীদ হৃদয়। ১৫তম ওভারে বাংলাদেশের স্কোর তিন অংক স্পর্শ করে। ৪০ বলে ফিফটি পূরণ করেন হৃদয়। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে করেন ৪৭ বলে ৬৭ রানের জুটি। ১৯তম ওভারে আউট হওয়ার আগে ২২ বলে ২ চার ১ ছক্কায় ৩১ রান করেন মাহমুদউল্লাহ। অন্যদিকে হৃদয়ও ইনিংসের শেষ বলে আউট হন ৪৭ বলে ৪ চার ২ ছক্কায় ৫৮ রানে। বাংলাদেশ তোলে ৬ উইকেটে ১৫৩ রান।
মন্তব্য করুন: