উইকেট ভালো ছিল না, ২০ রান কম হয়েছে: শান্ত
২২ মে ২০২৪
যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে হেরে যাওয়ার পর অজুহাত দেওয়ার আসলে কিছুই থাকে না। কিন্তু বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অজুহাত প্রস্তুত। ৫ উইকেটে এই হারের পেছনে তিনি দায় দিলেন ব্যাটারদের আর উইকেটের। সেইসঙ্গে ২০ রান কম হওয়ার সেই পুরনো অজুহাত দিতেও ভুললেন না।
হিউস্টনে মঙ্গলবার আগে ব্যাট করতে নেমে মাত্র ১৫৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। কোরি অ্যান্ডারসন আর হারমিত সিংয়ের বিস্ফোরক জুটিতে ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যাটারদের দিকে আঙুল তুলে শান্ত বলেন, “আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা প্রথম দুই ওভারে ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝে উইকেট হারিয়েছি।”
এরপরই শান্তর মুখে শোনা যায় সেই পুরনো অজুহাত আর উইকেটকে দোষারোপ, “আমরা আরও ২০ রান বেশি করতে পারতাম। তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত। আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে।”
ঘরের মাঠে কিছুদিন আগে শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজেও বাংলাদেশি ব্যাটারদের অবস্থা জঘন্য ছিল। ৪-১ ব্যবধানে সেই সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন বোলাররা। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পেসাররা ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করতে পারেনি। নাজমুল বলেন, “সব স্পিনাররা ভালো বোলিং করেছে। আমাদের পেসাররা শেষ দুই-তিন ওভারে পরিকল্পনা মতো বোলিং করেনি। আশা করি পরের ম্যাচে ওরা ভালো করবে।”
মন্তব্য করুন: