বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনায় বাংলাদেশের সৈকত
২২ মে ২০২৪
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে তিনি ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন। ওই ম্যাচে তার মাঠের সঙ্গী রিচার্ড ইলিংওয়ার্থ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
বাংলাদেশ সময় আগামী ২ জুন ভোর সাড়ে ৬টায় ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র এবং কানাডা। ম্যাচটিতে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন স্যাম নোগাজস্কি আর চতুর্থ আম্পায়ার থাকবেন ল্যাংটন রুসেরে। দুজনের মাঝে এই ম্যাচ দিয়ে নোগাজস্কির ছেলেদের বড় কোনো টুর্নামেন্টে অভিষেক হতে যাচ্ছে। ম্যাচ রেফারির দায়িত্ব পেয়েছেন রিচি রিচার্ডসন।
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়া ৪৭ বছর বয়সী সৈকত গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ৫টি ম্যাচ পরিচালনা করেছিলেন। এছাড়া তিনি মেয়েদের দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং একটি টি-টুয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার্স প্যানেলে ছিলেন। এবারের উদ্বোধনী ম্যাচে তার সঙ্গী ইলিংওয়ার্থ তিনবার আইসিসি বর্ষসেরা আম্পায়ার হয়েছিলেন।
মন্তব্য করুন: