মুর্শিদা-সোবহানার ব্যাটে মেয়েদের ডিপিএলে নতুন রেকর্ড

মুর্শিদা-সোবহানার ব্যাটে মেয়েদের ডিপিএলে নতুন রেকর্ড

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মুর্শিদা খাতুনের রেকর্ড ইনিংস ও সোবহানা মোস্তারির সেঞ্চুরির ওপর ভর করে লিগ ইতিহাসের সর্বোচ্চ রানের সংগ্রহ গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে ৩ উইকেটে ৩৯২ রানের সংগ্রহ গড়ে নতুন রেকর্ড করেছে তারা।

বুধবার বিকেএসপির ৩ নম্বর মাঠে রেকর্ডময় ম্যাচে ১৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে মেয়েদের ডিপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন মুর্শিদা। ১৫৭ বলে ২৩ চার ও ২ ছক্কায় রেকর্ডময় ইনিংসটি সাজান বাঁহাতি এই ওপেনার।  

এই আসরে এতদিন সর্বোচ্চ দলীয় ইনিংসটি ছিল বিকেএসপির। ২০২২-২৩ মৌসুমে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে তাদের সংগ্রহ ছিল ৩২১ রানের।

এদিন নতুন রেকর্ড গড়তে টস জিতে মোহামেডানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার জেসিয়া আক্তার ও মুর্শিদা। ১৭ ওভার ৪ বলে গড়েন ১৩৫ রানের জুটি। ৪১ বলে ১১ চার ও ৪ ছক্কায় ৭৫ রান করে জেসিয়া বিদায় নিলে ক্রিজে আসেন সোবহানা। দ্বিতীয় উইকেট জুটিতে মুর্শিদার সঙ্গে গড়েন ১৯৩ বলে ২৫৭ রানের জুটি। ইনিংসের শেষ হওয়ার এক বল আগে ১০১ বলে ৭ ছক্কা ও ৬ চারে ১২৮ রান করে আউট হন।

জবাবে মোহামেডানের বোলারদের সামনে কোনো জবাব ছিল না গুলশান ইয়ুথ ক্লাবের। ৪৯ ওভার ৪ বলে ১৪১ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। রুমানা আহমেদের শিকার ৩ উইকেট। অধিনায়ক সালমা খাতুন, ফারিহা তৃষ্ণা ও সাবেকুন নাহার নেন ২টি করে উইকেট।

মন্তব্য করুন: