যুক্তরাষ্ট্রকে ১৪৪ রানে আটকে রাখল বাংলাদেশ
২৩ মে ২০২৪
প্রথম ম্যাচে বিব্রতকর পরাজয়ের পর বাংলাদেশের জন্য আজ বাঁচা-মরার ম্যাচ। হারলেই সিরিজ হাতছাড়া হবে। যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে বিশ্বকাপের আগে টি-টুয়েন্টি সিরিজ হারার চেয়ে বড় লজ্জার কিছু হতে পারে না। এমন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে স্বাগতিকদের ৬ উইকেটে ১৪৪ রানের বেশি তুলতে দেয়নি বাংলাদেশের বোলাররা।
হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে টস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। একাদশে আনা হয় দুটি পরিবর্তন। চরম ব্যর্থ লিটন দাসের জায়গায় এসেছেন তানজিদ তামিম। আর অফ স্পিনার শেখ মাহেদির বদলি পেসার তানজিম সাকিব। ব্যাটিংয়ে নেমে যুক্তরাষ্ট্রের শুরুটা হয়েছিল ধীর। পরে তারা রানের গতি বাড়ায়। ৭ম ওভারে স্টিভেন টেইলরকে (৩১) ফিরিয়ে ৪৪ রানের ওপেনিং জুটি ভাঙেন রিশাদ হোসেন।
৩৮ বলে ৪২ রান করা অপর ওপেনার তথা অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলকে বোল্ড করেন শরীফুল। তৃতীয় উইকেটে অ্যারন জোন্সের (৩৪ বলে ৩৫) সঙ্গে মোনাঙ্কের জুটি ছিল ৫৬ বলে ৬০ রানের। এরপর আর জুটির দেখা পায়নি স্বাগতিকরা। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের জয়ের নায়ক হারমিত সিং এদিন ২ বল খেলে কোনো রান না করেই মুস্তাফিজের শিকার হন। ২০ ওভারে ৬ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৪৪ রান। ২টি করে উইকেট নিয়েছেন শরীফুল, মুস্তাফিজুর এবং রিশাদ।
মন্তব্য করুন: