যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের লজ্জা
২৪ মে ২০২৪
অবিশ্বাস্য হলেও বাংলাদেশের ক্রিকেটে এই দিনটাও এলো! যুক্তরাষ্ট্রের কাছে টানা দুই ম্যাচ হেরে টি-টুয়েন্টি সিরিজ খোয়াল বাংলাদেশ! সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। দেড়শর কম টার্গেট তাড়ায় নেমে নাজমুলরা যেভাবে ব্যাটিং করলেন, সেটা চরম বিব্রতকর! তাদের এই ব্যাটিং অ্যাপ্রোচই বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য নিয়ে এলো একরাশ লজ্জা।
রান তাড়ায় নেমে যথারীতি বাংলাদেশের ওপেনিং জুটিতে ধস নামে। ইনিংসের চতুর্থ বলে কট অ্যান্ড বোল্ড হয়ে গোল্ডেন ডাক মারেন সৌম্য সরকার। ১৫ বলে ১৯ রান করা আরেক ওপেনার তানজিদ তামিমকে বোল্ড করেন জসদীপ সিং। তৃতীয় উইকেটে ৩৭ বলে ৪৮ রানের জুটি গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর তাওহীদ হৃদয়। রানখরায় ভূগতে থাকা শান্তর সংগ্রহ ৩৪ বলে ৩৬। হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে তিনি যেভাবে রান-আউট হলেন, তা রীতিমতো হাস্যকর!
২১ বলে ২৫ করা হৃদয়ও আজ বেশিদূর যেতে পারেননি। মাহমুদউল্লাহ বোল্ড হয়ে যান ৩ রান করে। বাংলাদেশের দূর্গে তখন শঙ্কার জন্ম হয়। টপাটপ উইকেট পড়তে থাকে। জাকের আলী ৪ রান করে ক্যাচ তুলে দেন। ২৩ বলে ৩০ রান করা সাকিবকে বোল্ড করে দেন আলী খান। এই ডানহাতি পেসারের দ্বিতীয় শিকার তানজিম সাকিব। শেষ ওভারে দরকার ছিল ১২ রানের, হাতে ১ উইকেট। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৩৮ রানে অল-আউট হয় বাংলাদেশ।
এর আগে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বৃহস্পতিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৪ রান তোলে যুক্তরাষ্ট্র। শুরুটা ধীর হলেও স্বাগতিকরা পরে রানের গতি বাড়ায়। ৭ম ওভারে স্টিভেন টেইলরকে (৩১) ফিরিয়ে ৪৪ রানের ওপেনিং জুটি ভাঙেন রিশাদ হোসেন। ৩৮ বলে ৪২ রান করা অপর ওপেনার তথা অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলকে বোল্ড করেন শরীফুল।
তৃতীয় উইকেটে অ্যারন জোন্সের (৩৪ বলে ৩৫) সঙ্গে মোনাঙ্কের জুটি ছিল ৫৬ বলে ৬০ রানের। এরপর আর জুটির দেখা পায়নি স্বাগতিকরা। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের জয়ের নায়ক হারমিত সিং এদিন ২ বল খেলে কোনো রান না করেই মুস্তাফিজের শিকার হন। ২০ ওভারে ৬ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৪৪ রান। ২টি করে উইকেট নিয়েছেন শরীফুল, মুস্তাফিজুর এবং রিশাদ।
মন্তব্য করুন: