যুক্তরাষ্ট্রের কাছে টানা দ্বিতীয় ম্যাচ হারের পর শান্তর অজুহাত ‘মানসিকতা’

যুক্তরাষ্ট্রের কাছে টানা দ্বিতীয় ম্যাচ হারের পর শান্তর অজুহাত ‘মানসিকতা’

দীর্ঘদিন ধরেই টি-টুয়েন্টিতে চলছে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচেও তার পুনরাবৃত্তি করে দেখিয়েছে সফরকারীরা। স্বাগতিকদের ১৪৪ রানে বেঁধে ফেলার পরেও হতশ্রী ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্তর দল হেরেছে রানে। একই সঙ্গে র‍্যাঙ্কিংয়ের ১৯ নম্বর দলের কাছে পেয়েছে সিরিজ হারের লজ্জাও।

টানা দুই হারে প্রথম দল হিসেবে টি-টুয়েন্টিতে হারের সেঞ্চুরি করেছে বাংলাদেশ। এরপরেও এই ফরম্যাটে নিজেদের দক্ষতায় ঘাটতি থাকার কথা মানতে নারাজ শান্ত। টানা দুই ম্যাচ হারের পর বাংলাদেশ অধিনায়ক এবার অজুহাত হিসেবে দাঁড় করালেন মানসিকতাকে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাঁহাতি এই ব্যাটার বলেন, “আমার মনে হয়, স্কিলে কোনো সমস্যা নেই। মানসিকতা মনোবৃত্তি বদলাতে হবে আমাদের। গত দুই ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি।

বৃহস্পতিবার হিউস্টনে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে একটা সময় পর্যন্ত জয়ের পথেই ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ ২৪ বলে প্রয়োজন ছিল কেবল ২৬ রানের। হাতে উইকেটও ছিল ৫টি। কিন্তু বলের মধ্যে জাকের আলী (), সাকিব আল হাসান (৩০) তানজিম হাসান সাকিবের () উইকেট হারিয়ে সমীকরণ আরও কঠিন তোলে তারা। শেষ পর্যন্ত ১৯ ওভার বলে ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

জয়ের দারুণ অবস্থান থেকে হারের মুখ দেখায় মাঝের ওভারগুলোতে নিয়মিত উইকেট হারানোকে দায় দিয়ে অধিনায়ক শান্ত বলেন, “আমাদের জন্য খুবই হতাশাজনক। মাঝের ওভারগুলোয় আমরা প্রায় প্রতি ওভারেই উইকেট হারিয়েছি। ম্যাচ হারার মূল কারণ এটিই।

বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। কিন্তু টানা দুই হারে সিরিজ হাতছাড়া করার পর শান্তর দলের সামনে শঙ্কা এখন হোয়াইটওয়াশ হওয়ার তবে শেষ ম্যাচ থেকে এখনও ভালো কিছু পাওয়ার প্রত্যাশা আছেন বাংলাদেশ অধিনায়ক।

সত্যি বলতে, আমরা ভালো খেলতে পারিনি। তবে আমার মনে হয়, খুব ভালো সুযোগ আছে, একটি ম্যাচ বাকি আমাদের। খুব ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। আশা করি, পরের ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।

শনিবার সিরিজের তৃতীয় শেষ ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে দুদল

মন্তব্য করুন: