বিশ্বকাপে আতহার আলীদের সঙ্গী হচ্ছেন স্টিভ স্মিথও
২৪ মে ২০২৪
টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর সপ্তাহখানেক বাকি। এর মাঝেই জানা গেল, ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই আসরে থাকছেন অস্ট্রেলিয়ার নান্দনিক ব্যাটার স্টিভ স্মিথ। না, ভুল ভাবছেন। এখনো ২৪ ঘণ্টা সময় থাকলেও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে পরিবর্তন আনা হয়নি। তবে স্মিথকে বিশ্বকাপে দেখা যাবে অন্য ভূমিকায়।
আইসিসির ধারাভাষ্যকার দলের একজন হয়ে বিশ্বকাপে থাকছেন স্মিথ। তারকাবহুল এই ধারাভাষ্য প্যানেলে টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ীদের মাঝে আছেন- অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কার্লোস ব্রাফেট, স্যামুয়েল বদ্রি, এবোনি রেইনফোর্ড–ব্রেন্ট ও লিসা স্টালেকার। অবশ্য স্মিথ টি-টুয়েন্টির পাশাপাশি একটি টেস্ট চ্যাম্পিয়নশিপ, দুটি ওয়ানডে বিশ্বকাপও জিতেছেন।
ধারাভাষ্য প্যানেলে আরও থাকছেন- আতহার আলী খান, রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, মেল জোন্স, হার্শা ভোগলে ও ইয়ান বিশপ, ডেল স্টেইন, গ্রায়েম স্মিথ, মাইক আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পোলক, কেটি মার্টিন। বিশ্লেষক হিসেবে কাজ করবেন সুনীল গাভাস্কার, রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, এউইন মরগান, টম মুডি ও ওয়াসিম আকরাম।
মন্তব্য করুন: