বাটলারের জায়গায় বিশ্বকাপে নেতৃত্ব দিতে রাজি মঈন
২৫ মে ২০২৪
টি-টুয়েন্টি বিশ্বকাপের আর এক সপ্তাহও নেই। এখনো ইংল্যান্ডের ক্রিকেটে জল্পনা চলছে, অধিনায়ক জস বাটলার বিশ্বকাপে খেলবেন তো? খুব শিগগিরই বাটলার ও তার স্ত্রী লুইস বাটলারের কোলজুড়ে আসতে যাচ্ছে তাদের তৃতীয় সন্তান। এই সময়ে লুইসের পাশে থাকতে চান বাটলার। সম্প্রতি তিনি বলেছেন, “পরিবার সবার আগে।”
আগামী ৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই ম্যাচে বাটলারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আদৌ তিনি কয়টা ম্যাচ খেলতে পারবেন- সেটাও অনিশ্চিত। তাই প্রশ্ন উঠেছে, বাটলার যদি খেলতে না পারেন তাহলে বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়ক কে?
এই সমস্যার একটি সমাধান দিয়েছেন অভিজ্ঞ অল-রাউন্ডার মঈন আলী। বিবিসি স্পোর্টসকে তিনি বলেছেন, অধিনায়ক হতে আপত্তি না থাকার কথা, “(বিশ্বকাপে) যদি নেতৃত্ব দিতে হয়, তাহলে সেটা হবে অনেক বড় সম্মানের- সবসময়ই বিষয়টা একইরকম। আমি ভালো করব; কিছুই খুব বেশি পরিবর্তন হবে না। সে যা করছে, আমি কেবল সেটাই এগিয়ে নেব এবং যখন সে ফিরে আসবে তখন আবার দায়িত্ব গ্রহণ করবে।”
সতীর্থের অনাগত সন্তানের প্রতি শুভেচ্ছা জানিয়ে মঈন আরও বলেছেন, “আশা করি, বাটলারের সন্তান সঠিক সময়ে পৃথিবীতে আসবে, যাতে তাকে খুব বেশি ম্যাচ মিস করতে না হয়। আমরা প্রায়ই কথা বলি, আমি আর জস... যাই হোক, আমাদের চিন্তা-ভাবনা একই।”
মন্তব্য করুন: