চার সেরাকে বিশ্রাম দিল যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ফেরাল লিটনকে
২৫ মে ২০২৪
তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের শেষটি বাংলাদেশের জন্য মান বাঁচানোর লড়াই। হারলেই হোয়াইটওয়াশের লজ্জা পেতে হবে। ইতোমধ্যে টস জিতে ফিল্ডিং নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। একাদশে এসেছে দুটি পরিবর্তন। অন্যদিকে গত দুই ম্যাচের চার সেরা পারফর্মারকে বিশ্রাম দিয়েছে সিরিজ নিশ্চিত করে ফেলা যুক্তরাষ্ট্র।
শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে লিটন দাসের পাশাপাশি সুযোগ পেয়েছেন পেসার হাসান মাহমুদ। এই দুজনকে জায়গা করে দিয়েছেন জাকের আলী অনিক আর শরিফুল ইসলাম।
অন্যদিকে যুক্তরাষ্ট্র নিয়মিত অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলসহ বিশ্রাম দিয়েছে প্রথম ম্যাচের নায়ক হারমিত সিং, দ্বিতীয় ম্যাচের নায়ক আলি খান এবং দলের সেরা অলরাউন্ডার স্টিভেন টেইলরকে। এই চারজনের জায়গায় একাদশে এসেছেন শায়ান জাহাঙ্গীর, নাস্তুশ কেনজিগে, মিলিন্দ কুমার এবং নিসর্গ প্যাটেল।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
যুক্তরাষ্ট্র একাদশ: আন্দ্রেস গুস, অ্যারন জোনস, নিতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, শায়ান জাহাঙ্গীর, নশতুষ কেনজিগে, মিলিন্দ কুমার, নিসরাগ প্যাটেল, জসদিপ সিং, শাডলে ফন শালকউইক, সৌরভ নেত্রাভাকার।
মন্তব্য করুন: