হৃদয়ের স্বপ্ন এখন বিশ্বকাপের সেমিফাইনাল
২৬ মে ২০২৪
একটি দাপুটে জয় বদলে দেয় অনেক কিছু। বদলে দেয় দলের আবহ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি-টুয়েন্টিতে ১০ উইকেটের বিধ্বংসী জয়ে হারানো আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে বাংলাদেশ দল। সিরিজ হারের যন্ত্রণায় কিছুটা হলেও প্রলেপ পড়েছে। জাতীয় দলের ইনফর্ম ব্যাটার তাওহীদ হৃদয় এখন স্বপ্ন দেখছেন আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার।
যুক্তরাষ্ট্র থেকে বিসিবির পাঠানো ভিডিওবার্তায় হৃদয় বলেছেন, “এবারের বিশ্বকাপে নিজের নামের পাশে কিছু দেখতে চাই না। আমি চাই দল যেন ভালো করে। আমার জায়গা থেকে অবশ্যই নিজের সেরাটা দিয়ে অবদান রাখার চেষ্টা করব। আমি চাই আমার দল কমপক্ষে সেমিফাইনাল খেলুক।”
বাংলাদেশ দলের জন্য এখন শিরোপা জয় যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে, সেটাও বলতে ভুলেননি হৃদয়, “আইসিসি ইভেন্ট জেতাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ, যখন জিতব, তখন আমাদের সেভাবেই মূল্যায়ন করা হবে। এখন যেমন বড় বড় দলের খেলোয়াড়দের মূল্যায়ন করা হয়…আমরা যদি দু-একটি ট্রফি জিততে পারি, তাহলে আমাদের মানসিক সন্তুষ্টি, আত্মবিশ্বাস…আমাদের যে নতুন প্রজন্ম আসবে, তাদেরও ওইভাবে সবাই মূল্যায়ন করবে।”
এসব কারণেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী হৃদয় সিনিয়র দলের হয়েও একই সাফল্য চান, “চোখ খুলে এখনো অনুভব করি যে কী হয়েছিল সেই বিশ্বকাপে (অনূর্ধ্ব-১৯)। এখন আমাদের সময় এসেছে জাতীয় দলের হয়ে এশিয়া কাপ, বিশ্বকাপের মতো জায়গায় গিয়ে ভালো করা, কাপ নেওয়া, ভালো করা না, কাপ নিতে চাই। শুধু আমি না, আমরা সবাই চাই। আমরা যদি আমাদের দিক থেকে ভালো করতে পারি, তাহলে বেশি দেরি নেই।”
মন্তব্য করুন: